Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতে মেহেদি, বিয়ের পরদিনই কাজে ফিরলেন হিনা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১৮:১০

দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিনা খান। সে বিয়ের ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মাঝে কাজে ফিরলেন ‘লড়াকু’ হিনা। কাজই যে তার কাছে প্রথম গুরুত্ব পায়, সেকথা নিজের মুখেই স্বীকার করলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। বিয়ে করবেন বলে সেই অনুষ্ঠানে যোগ দেবেন না, এমন মানসিকতা নেই হিনার। তাই তো নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিলেন অভিনেত্রী। পরনে কালো রঙের লং কোর্ট। বললেন, ‘কাজই আমার কাছে প্রথম। আমি গতকালই বিয়ে করেছি। আজ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। আমি এই অনুষ্ঠানের অংশ হতে চেয়েছিলাম। সে কারণে এখানে এসেছি।’ বিয়ের রাত কাটতে না কাটতেই হিনার কাজে যোগদানও বেশ ব্যতিক্রমী পদক্ষেপ। কাজকে গুরুত্ব দিয়ে যেন আরও একবার সকলের মন জয় করলেন তিনি।

বিজ্ঞাপন

মারণব্যাধি ক্যান্সারও থামাতে পারেনি এই বলিউড অভিনেত্রীকে। একের পর এক কেমোথেরাপি, শরীরে অসহ্য যন্ত্রণা-নিয়েও কাজ চালিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়েই সব বাধা জয় করে জীবনে নতুন এই যাত্রার শুরু করলেন অভিনেত্রী।

অভিনেত্রী হিনা খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর