Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভানের প্রতিশোধ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১৯:৩৫

আশিক (জোভান) মধ্যবিত্ত ঘরের ছেলে। বাবার স্বপ্ন পুরনের জন্য শহরে এসে একটি কলেজে ভর্তি হয়। আশিক ভালো গান করে তাই তার স্বপ্ন একজন বড় গায়ক হবে। পশু পাখির প্রতিও আলাদা একটা মায়া আছে তার। একদিন রাস্তায় একটা বিড়াল ছানাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়। এ ঘটনায় জেসিকা (নাজনীন নিহা)র নজরে পড়ে আশিক।

জেসিকা দেশের নাম করা ব্যবসায়ী আরমান খানের মেয়ে। আশিক যে কলেজে পড়ে সে কলেজের প্রতিষ্ঠাতা জেসিকার বাবা। আশিকদের সঙ্গে একই ব্যাচে পড়ে জেসিকা। ঘটনাক্রমে তাদের বন্ধুত হয়। আশিক দেখতে ভালো না, চলাফেরায় জেসিকার মতো স্মার্ট না। কলেজের সব ছেলেরা যেখানে জেসিকার জন্য পাগল কিন্তু কেউ সাহস পায় না তার সাথে কথা বলতে। সেখানে আশিকের সাথে জেসিকার বন্ধুত্ব দেখে সবাই রীতিমত বিস্মিত। আশিকের সরলতা, গানের গলা এসব জেসিকাকে আকৃষ্ট করে। তার সাথে বন্ধুত্ব উপভোগ করে সে। আচমকা একদিন ক্যাম্পাসে সবার সামনে আশিক প্রপোজ করে বসে জেসিকাকে। এতে খুব বিরক্ত হয় জেসিকা। আশিককে অনেক অপমান করে সে। অভিমানে আশিক কলেজ ছেড়ে চলে যায়।

বিজ্ঞাপন

দুই বছর পর জেসিকা ভার্সিটিতে ভর্তি হয়। সেখানে ঘটনাক্রমে আশিকের সাথে দেখা হয়ে যায় তার। আশিক তখন দেশের নামকরা গায়ক। মেয়েরা তার জন্য পাগল। পুরনো কথা ভুলে গিয়ে জেসিকা আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় আশিকের দিকে। আশিকও সাদরে গ্রহণ করে।

এদিকে আশিকের নতুন নতুন গান বের হয় আর তার খ্যাতি বেড়ে চলে দিনে দিনে। এবার জেসিকা তার প্রেমে পড়ে। একদিন ক্যাম্পাসে সবার সামনে আশিককে প্রপোজ করে। কিন্তু আশিক আগের সেই অপমানের কথা ভোলেনি। তার সামনে প্রতিশোধের সুযোগ …

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘আশিকি’। পারভেজ ইমাম-এর রচনা ও ইমরোজ শাওন-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন জোভান ও নাজনীন নিহা। প্রচারিত হবে শনিবার (ঈদের দিন) রাত ১০টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি

জোভান নাজনীন নিহা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর