Sunday 14 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসর নয়, নতুন ইনিংসের কথা বলছেন আমির খান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৩ জুন ২০২৫ ১৮:২১

বলিউডে যার নামের সঙ্গে মিশে গেছে নিখুঁত কাজের প্রতিশ্রুতি, সেই ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো নতুন ছবির ঘোষণা নয়, বরং তার অবসর নিয়ে ছড়ানো গুজবকে নস্যাৎ করতেই মুখ খুললেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’ নিয়ে কথা বলেন আমির। সেখানেই তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করে অনেকেই ধরে নেন— ‘মহাভারত’ হবে তার শেষ ছবি। এই ভ্রান্তি নিয়েই মুখ খুলেছেন অভিনেতা।

আমির খান স্পষ্টভাবে জানিয়েছেন, ‘‘মহাভারত’ আমার শেষ ছবি নয়। সবাই কথার ভুল মানে করে ফেলেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল, যদি অভিনয় থেকে বিদায় নিতে হয়, তাহলে কোন ছবি বানিয়ে অবসর নেব? আমি বলেছিলাম, মহাভারত। এখানেই মানুষ ধরে নেন, ওটাই বুঝি শেষ কাজ।’’

বিজ্ঞাপন

তার কথায় স্পষ্ট, অভিনয় থেকে বিদায় নেওয়ার কোনও পরিকল্পনাই নেই এই মুহূর্তে। বরং এখন ব্যস্ত তিনি তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’-এর প্রচারে। আগামী ২০ জুন মুক্তি পাচ্ছে এই ছবি, যা নিয়ে বলিউড মহলে যথেষ্ট প্রত্যাশা তৈরি হয়েছে।

এই ছবি মুক্তির পরই আমির খান পুরো মন দিয়ে ঝাঁপিয়ে পড়বেন ‘মহাভারত’ প্রজেক্টে। বলিউডের ইতিহাসে এটি হতে চলেছে অন্যতম বড় ও ব্যতিক্রমী একটি উদ্যোগ।

প্রশ্ন উঠছে, নিজের স্বপ্নের এই বিশাল প্রজেক্ট দিয়ে আমির কি সত্যিই নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন? সময়ই দেবে তার জবাব। তবে আপাতত নিশ্চিত, বলিউডে আমির খানের ইনিংস এখনও শেষ হয়নি।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪০

আরো

সম্পর্কিত খবর