Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে ঘনিয়েছে রহস্য

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৫ জুন ২০২৫ ১৬:৪৮

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যু নিয়ে ঘনিয়েছে রহস্যও। মৃত্যুর তিন দিন আগে সামাজিক মাধ্যমে তার দেওয়া একটি পোস্টকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন।

সেই পোস্টে সঞ্জয় কাপুর লেখেন—

‘এই পৃথিবীতে তোমার সময় খুব সীমিত। তাই কী হলে কী হত, এই ‘যদি’র চিন্তা দার্শনিকদের জন্য রেখে দাও। বরং নিজেকে প্রশ্ন করো, তুমি কেন কাজটা এখনো করছো না?’

এমন জীবনবোধে ভরা বার্তার পর তার আকস্মিক মৃত্যু নেটিজেনদের মনে তৈরি করেছে নানা প্রশ্ন— ‘তিনি কি নিজের মৃত্যুর কোনো পূর্বাভাস পেয়েছিলেন?’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, লন্ডনের এক অভিজাত পোলো ক্লাবে খেলার সময় আচমকা একটি মৌমাছি সঞ্জয়ের মুখে গালে ঢুকে পড়ে। সেটি বের করার সময় হঠাৎ তিনি ভীষণ ভয় পেয়ে যান ও কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা চেষ্টা করলেও বাঁচানো যায়নি তাকে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ময়নাতদন্তে উঠে আসে।

মৃত্যুর ঠিক আগে এমন এক ‘জীবন ও সময়’ বিষয়ক গভীর পোস্ট—এটা কি নিছক কাকতালীয়? নাকি কোথাও যেন তিনি টের পেয়েছিলেন আসন্ন কোনো অপ্রত্যাশিত ঘটনার গন্ধ?

নেট দুনিয়ায় কেউ কেউ লিখছেন—

‘সঞ্জয় কাপুরের পোস্ট যেন ছিল বিদায়ের ইঙ্গিত। তিনি হয়তো সত্যিই বুঝতে পেরেছিলেন, সময় ফুরিয়ে আসছে।’

আবার অনেকে এটিকে একজন কর্মঠ উদ্যোক্তার প্রাত্যহিক জীবনদর্শন বলেই মনে করছেন, যেখানে সময়কে মূল্য দেওয়া ও সিদ্ধান্ত নেওয়ার তাগিদ ছিল মুখ্য।

২০০৩ সালে কারিশমা ও সঞ্জয়ের বিয়ে হয়েছিল। দাম্পত্য জীবনে নানা টানাপোড়েনের পর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে। তাদের এক কন্যা সন্তান রয়েছে—সামায়রা কাপুর, যার অভিভাবকত্ব পেয়েছেন কারিশমা।

সারাবাংলা/এফএন/এএসজি

সঞ্জয় কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর