প্রেক্ষাগৃহে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’ যখন দর্শকপ্রিয়তার শীর্ষে, তখনই যেন এলো এক নিষ্ঠুর আঘাত। বুধবার (১১ জুন) বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টরেন্ট/পাইরেসি সাইটে ছড়িয়ে পড়েছে ছবির এইচডি ভার্সন। যা দেশের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য এক দুঃখজনক, কিন্তু পরিচিত ট্র্যাজেডি।
ঈদের ছুটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’ দর্শক সাড়া ও ব্যবসায়িক সাফল্যের ক্ষেত্রে সবার উপরে অবস্থান করছে। দেশের বিভিন্ন হলে টিকিটের জন্য লাইন, ‘হাউজফুল’ বোর্ড আর হল মালিকদের হাসিমুখ যেন নতুন করে আশার আলো দেখাচ্ছিল ঢালিউডে। কিন্তু এর মাঝেই পাইরেসির এই ঘটনা যেন পুরো টিমের কষ্টে পানি ঢেলে দিল।
এইচডি ভার্সন যেভাবে ছড়িয়েছে, তাতে বোঝা যাচ্ছে এটি কোনো সিনেমা হলে ক্যামেরায় ধারণকৃত নয়; বরং মূল সার্ভার বা প্রিভিউ লিঙ্ক থেকে কোনোভাবে চুরি হয়েছে। ফলে বিষয়টি আরও উদ্বেগজনক।
প্রযোজনা সংস্থা পাইরেসির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানা গেছে। সাইবার ইউনিটের সহায়তায় তারা কন্টেন্ট সরাতে কাজ করছে এবং দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।
এখনও শাকিব খান এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না দিলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ। তার মতে, ‘বাংলাদেশের সিনেমা তখনই বিশ্বমঞ্চে এগিয়ে যেতে পারবে, যখন নিজেরাই নিজেদের কাজকে সম্মান করতে শিখব।’