ঢাকাই চলচ্চিত্রে তাদের রসায়ন একসময় ছিল দুর্দান্ত। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিচ্ছেদ আর নতুন জটিলতা সত্ত্বেও শাকিব খান ও অপু বিশ্বাস—এই দুটি নাম আজও দর্শকের মনে আলাদা জায়গা ধরে রেখেছে। সম্প্রতি আবার আলোচনায় এসেছেন অপু বিশ্বাস, তবে কোনো নতুন সিনেমার জন্য নয়, বরং সাবেক স্বামী শাকিব খানকে ঘিরে তার দেওয়া এক আবেগময় মন্তব্যের কারণে।
গত কিছুদিনে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন শাকিব খান। একদিকে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’, অন্যদিকে তার সঙ্গে ছেলে আব্রাম খান জয় ও প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের একসঙ্গে দেখা যাওয়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন এই সুপারস্টার। এ নিয়েই এক প্রতিক্রিয়ায় মুখ খুলেছিলেন শাকিবের আরেক প্রাক্তন সঙ্গী, চিত্রনায়িকা শবনম বুবলী। বুবলীর মন্তব্যের পর অপুও দিয়েছেন পাল্টা প্রতিক্রিয়া। সৃষ্টি হয়েছে একধরনের ‘স্টার ওয়ার’ আবহ।

শাকিব খান ও অপু বিশ্বাস—এই দুটি নাম আজও দর্শকের মনে আলাদা জায়গা ধরে রেখেছে
তবে সেই বিতর্কের মাঝেও এবার অপু বিশ্বাস যা বললেন, তা রীতিমতো হৃদয় ছুঁয়ে গেছে অনেকে দর্শক ও ভক্তদের।
এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, ‘শাকিব খানকে নিয়ে মন্তব্য করার জায়গাটা উনি রেখেই যাননি। এখন পরিবারের মানুষ, তারপরেও সহশিল্পী হিসেবে এত কাজ করেছি আমরা! বাংলাদেশে সবচেয়ে বেশি জুটি হিসেবে আমরা কাজ করেছি। এখন সেই জায়গা থেকেই একটা ভয় কাজ করে—তাকে নিয়ে কিছু বলার।’
তিনি আরও বলেন, ‘শাকিব খান যা চেয়েছেন, তা তিনি করে দেখিয়েছেন—চেষ্টা, পরিশ্রম, স্বপ্ন নিয়ে। তার সন্তানের মা হিসেবে আমার গর্ব হয়। আমি চাই, উনি আরও দূর এগিয়ে যাক। বাংলাদেশের মানুষের জন্য, তার অসংখ্য ভক্তদের জন্য।’
অপু বিশ্বাসের এমন বক্তব্যে স্পষ্ট, ব্যক্তিগত জীবনের দুঃখ-বেদনা পেরিয়ে একজন শিল্পী হিসেবে শাকিবের সাফল্যকে তিনি স্বীকৃতি দিতে জানেন।