Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভাঙা হচ্ছে ‘অঞ্জলি’ ম্যুরাল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৪:৩০

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত ‘অঞ্জলি’ নামের একটি ম্যুরাল ভাঙার প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং পুরাতন কলা অনুষদের মাঝামাঝি একটি পুকুরপাড়ে নির্মিত হয়েছিল এই শিল্পকর্মটি। ম্যুরালটিতে একজন নারীর অঞ্জলি দেওয়ার ভঙ্গিমা প্রকাশ করা হয়েছিল, যা অনুপ্রাণিত ছিল দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদের হাতের ভঙ্গিমা থেকে। ভাস্কর্যটি নির্মাণ করেছিলেন শিল্পী মনিন্দ্র পাল।

এ বিষয়ে মুনমুন আহমেদ নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে দুঃখ প্রকাশ করে লিখেছেন, “খুবই কষ্টের সময়… নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘অঞ্জলি লহ মোর’ নামের ম্যুরালটি এখন ভাঙা হচ্ছে। এটি আমার হাতের আদলে তৈরি হয়েছিল।”

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসের পুকুরগুলোর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৪ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। সেই প্রকল্পের অংশ হিসেবে ম্যুরালটি স্থাপন করা হয়েছিল। তবে গত ৫ আগস্টের পর বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ওঠায় ও প্রশাসনে পরিবর্তনের পর, এটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘এটি পূর্বনির্ধারিত সিদ্ধান্তের অংশ। ডিনদের উপস্থিতিতে এ নিয়ে আলোচনা হয়েছিল। তখন কিছু বিতর্কিত বিষয় এবং বিভিন্ন মহলের আপত্তির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

সারাবাংলা/জিএস/এএসজি

‘অঞ্জলি’ ম্যুরাল নজরুল বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর