Tuesday 02 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপু বিশ্বাসের গ্ল্যামারাস লুক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৮:১৭

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও প্রমাণ করলেন যে স্টাইল এবং স্টারডমে তিনিই বরাবরের মতো অনন্য। সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি গ্ল্যামারাস ফটোসেশনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন— ‘Sparkle Every Single Day’— আর এতেই শুরু হয় ভক্তদের মাঝে প্রশংসার ঢল।

এবারের লুকে অপু বিশ্বাস ধরা দিয়েছেন একেবারে রাজকীয় সাজে। পরনে ছিল ব্ল্যাক ও গোল্ডেন এম্ব্রয়ডারি কাজ করা ঐতিহ্যবাহী পোশাক, যার ডিজাইন করেছে Alainah Couture। তার জুয়েলারিতে ছিল সোনালী ও রুবি রঙের ভারি গয়নার ছোঁয়া, যা এসেছে Elor-এর কালেকশন থেকে। পুরো লুকের স্টাইলিংয়ে ছিলেন Mahfuz Quadrey, মেকওভারে ছিলেন Avi’s Makeover, আর চোখ ধাঁধানো এই ফটোসেশনের আয়োজন হয় NUZ Palace-এ। ক্যামেরার পেছনে ছিলেন Zuton’s Snapshoot।

বিজ্ঞাপন

ছবিগুলো প্রকাশের পরপরই হাজার হাজার রিঅ্যাকশন ও শেয়ার হয়, মন্তব্যে ভরে যায় ‘রানী’, ‘সুন্দরীর অপার রূপ’, ‘কালার কম্বিনেশন অসাধারণ’—এমন অসংখ্য প্রশংসায়।

বিগত বছরগুলোতে অপু বিশ্বাসের অভিনয় জগতের পাশাপাশি ফ্যাশন সেন্স ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। অভিনয়ের বাইরে নিজের স্টাইল, উপস্থিতি ও সৌন্দর্যচর্চার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন ফ্যাশন সচেতন নারীদের জন্য এক অনুপ্রেরণা।

এই ফটোসেশনের মধ্য দিয়ে অপু আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন সফল অভিনেত্রীই নন, বরং এক শক্তিশালী ফ্যাশন আইকনও বটে।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর