Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিকলে বন্দি নারী— রোমান্স নয় সহিংসতা, ক্ষোভ পাকিস্তানি অভিনেত্রীর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুন ২০২৫ ১৯:০৯ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:১৮

‘এটা বিনোদন না, এটা ভয়ংকর গল্প বলার একটা রূপ’ — এমনই স্পষ্ট প্রতিবাদ জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী আয়েমেন সালিম।

সম্প্রতি জিও টিভির প্রচারিত একটি নাটক Mann Mast Malang-এ নারী চরিত্রকে দড়ি দিয়ে বেঁধে রাখার দৃশ্য নিয়ে এই প্রতিবাদ জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ক্ষোভ উগরে দেন এমন একটি নাটকীয় চিত্রনাট্যের বিরুদ্ধে, যেখানে নির্যাতনকে প্রেমের মোড়কে উপস্থাপন করা হয়েছে।

নাটকের এক পর্বে দেখা যায়, দানিশ তাইমুরের চরিত্র ‘কবীর’ তার স্ত্রী ‘রিয়া’কে (অভিনয়ে সহর হাশমি) বাড়ি ছেড়ে যেতে না দেওয়ার জন্য হাত-পা বেঁধে ফেলে। দৃশ্যটির মধ্যে রোমান্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, ‘মেরি জান’ বলে স্ত্রীকে বাঁধা দেওয়া এবং তাতে নাটকীয়তা তৈরি করা যেন স্পষ্ট বার্তা দেয়— এটাই প্রেম!

বিজ্ঞাপন

অথচ, এমন দৃশ্য শুধু পর্দাতেই থেমে থাকে না। আয়েমেন সালিম তার প্রতিক্রিয়ায় বলেন, ‘একটি দেশে যেখানে নারীরা বিবাহিত জীবনে প্রতিনিয়ত পিতৃতন্ত্র, মানসিক এবং শারীরিক নির্যাতন, সামাজিক চাপের মুখোমুখি হয়— সেখানে এই ধরণের গল্প বাস্তবতাকে না বুঝেই ভুল বার্তা দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন শক্তিশালী, আত্মসচেতন নারী চরিত্র উপস্থাপনের মাধ্যমে পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি, তখন কেন আবার এমন গল্পে ফিরে যাচ্ছি, যেখানে প্রেমের নামে নারীর প্রতি সহিংসতা জায়েজ করা হচ্ছে?’

নাটক ও টেলিভিশন মানুষের মননে, মূল্যবোধে এবং সম্পর্কের সংজ্ঞায় গভীরভাবে প্রভাব ফেলে। তাই আয়েমেন সালিম লেখক, পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা দায়িত্বশীলভাবে গল্প ও চরিত্র বেছে নেন। তিনি বলেন, ‘এটা শুধু ফিকশন নয় — এটা সংস্কৃতি তৈরি করে।’

এই বিতর্কিত পর্বের পরে নাটকটির নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা আসেনি।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর