Monday 27 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহজাবীনের স্বপ্নঘেরা ছুটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ জুন ২০২৫ ২০:১৫

বছরের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একের পর এক জনপ্রিয় নাটক, বিজ্ঞাপন ও ক্যাম্পেইনের শ্যুটিংয়ে ব্যস্ত থাকলেও, এবার যেন খানিকটা থামলেন তিনি। থেমে গিয়ে সময় দিচ্ছেন নিজেকে, আর প্রিয় মানুষটিকে।

গত কয়েকদিন ধরেই ফ্রান্সের রাজধানী প্যারিসে রয়েছেন মেহজাবীন। তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পোস্টেই স্পষ্ট—এই ছুটি যেন একান্তই তার নিজের মতো করে সাজানো। আলো ছায়ায় ভরা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়ানো, ক্যাফেতে কফির কাপে চুমুক আর সেই সঙ্গে সঙ্গী হয়ে থাকা ভালবাসার মানুষ— পরিচালক আদনান আল রাজিব।

সম্পর্কের গুঞ্জনটা এখন আর গুঞ্জন নয়। কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন রাজিব, আর তার পাশে ছিলেন মেহজাবীনও। এখন উৎসবের আনুষ্ঠানিকতা শেষে তারা সময় কাটাচ্ছেন একান্তে, প্রেমের শহর প্যারিসে।

বিজ্ঞাপন

কখনো রাস্তায়, কখনো টাওয়ারের ছায়ায়, কখনো ছুটির হালকা বিকেলে ক্যামেরায় বন্দি হচ্ছেন তারা। ক্যাপশনে না বললেও ছবিগুলো বলছে— তারা দু’জনেই বেছে নিয়েছেন নিজেদের মতো করে সময় কাটানোর সেরা উপায়।

ছুটির মুহূর্তগুলোতে হাসিমুখে দেখা মিলছে মেহজাবীনের, চোখেমুখে যেন প্রশান্তির ছায়া। শিল্পীসত্তা আর মানুষের ভেতরের ভালোবাসার গল্প মিশে তৈরি হচ্ছে নতুন এক অধ্যায়।

এই ছুটি শুধু বিশ্রামের নয়, ভালোবাসা অনুভবেরও। আর তা দেখে দর্শকরাও খুঁজে পান মুগ্ধ হবার মতো একটুখানি গল্প—যেখানে তারকা মেহজাবীনও হয়ে ওঠেন একদম আপন, একদম বাস্তব।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো