Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনেই ১৫০ কোটি পেরিয়ে গেল আমিরের ‘সিতারে জমিন পর’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৪ জুন ২০২৫ ১৯:০৬

গেলো ২১ জুন ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খানের বহুল প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’। ছবিটি দর্শক, সমালোচক এবং চলচ্চিত্র জগতের সদস্যদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছে। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, চার দিনেই ভারতীয় মুদ্রায় ১০০ কোটি রূপির মাইলফলক অতিক্রম করেছে ছবিটি। ট্রেড ট্র্যাকিং সাইট অনুসারে, আমিরের ছবিটি মুক্তির চার দিনের মধ্যে ভারতে ৬৬.৬৫ কোটি রুপি নেট এবং ৮০ কোটি রুপি গ্রস আয় করেছে। বিদেশের বাজার থেকে অতিরিক্ত ৩০ কোটি রুপি নিয়ে চলচ্চিত্রটির বিশ্বব্যাপী মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ১১০ কোটি রুপি – বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ১৫৭ কোটি টাকা। যদিও এই ছবিটি তেমন স্ট্রং ওপেনিং পায়নি, তবে এই স্পোর্টস কমেডি সিনেমাটি সপ্তাহান্তে এসে ব্যবসার গতি বেশ অনেকটাই বাড়িয়েছিল।

বিজ্ঞাপন

সিতারে জমিন পর ছবিটির বক্স অফিসে অভিনয়ের প্রশংসা করে জাভেদ আখতার লেখেন, “দ্বিতীয় দিনে বক্স অফিসে ‘সিতারে জমিন পর’ যে রেকর্ড করেছে তা জানতে পেরে খুব খুশি। কে বলে যে ভালো চলচ্চিত্রের দর্শকদের মধ্যে কোনও গ্রহণযোগ্যতা নেই। আমির খান ও তার টিমকে অভিনন্দন।’

এদিকে দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুও ছবিটির প্রশংসা করে লিখেছেন, ‘সিতারে জমিন পর ছবিটি এত সুন্দর এত সুন্দর যে কী বলি… এটা আপনাকে হাসাবে, কাঁদাবে এবং হাততালি দিতে বাধ্য করবে! আমির খানের সমস্ত ক্লাসিকের মতো, আপনি আপনার মুখে একটি বড় হাসি নিয়ে বেরোবেন এই ছবি দেখে … ভালোবাসা ও শ্রদ্ধা।’

আরএস প্রসন্নর পরিচালিত, স্পোর্টস কমেডি-ড্রামা আমিরের ২০০৭ সালের চলচ্চিত্র ‘তারে জামিন পর’ ছবির সিক্যুয়েল, প্রথম ভাগের ছবিটিতে দর্শিল সাফারিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আমিরের সঙ্গে। তারে জমিন পর-এ আমিরকে একজন শান্ত ও সাহায্যকারী শিক্ষকের চরিত্রে দেখানো হয়েছিল। কিন্তু ‘সিতারে জমিন পর’ ছবিতে তাকে একজন বদমেজাজি বাস্কেটবল কোচ হিসাবে দেখানো হয়েছে, যাকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর ঘটনার পরে নিউরোডাইভারজেন্ট খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার জন্য আদালত আদেশ দিয়েছে।

উল্লেখ্য, ছবির প্রচারের সময় আমির প্রকাশ করেছিলেন যে সিতারে জমিন পার কোনও ওটিটি প্ল্যাটফর্মে নয়, একমাত্র প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে, এই সিদ্ধান্তের প্রশংসা করেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর