Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রূপে শ্রাবন্তী

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৪ জুন ২০২৫ ১৮:৪১ | আপডেট: ২৪ জুন ২০২৫ ১৯:৪২

এইবার অভিনয় নয়, একেবারে নতুন ভূমিকায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। প্রথমবারের মতো তিনি ছবির পরিবেশক হিসেবে যুক্ত হচ্ছেন একটি বাংলা ছবির সঙ্গে। ছবির নাম ‘দাঁতের লড়াই’।

একটি গ্রামীণ পটভূমিতে গড়ে ওঠা আবেগপ্রবণ কাহিনির ছবি ‘দাঁতের লড়াই’। গল্পের মুখ্য চরিত্রে রয়েছে ‘খুকু’ নামের এক দরিদ্র মেয়ে। যার প্রিয় ক্যান্ডির নামই ‘দাঁতের লড়াই’ থেকেই এই ছবির নাম। এই সামান্য লজেন্সকে ঘিরে ‘খুকু’র জীবনের বড় টানাপোড়েনের গল্প উঠে আসবে এই ছবিতে। সেভেন হর্স প্রোডাকশন-এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিপ্লব কয়াল।

বিজ্ঞাপন

এই ছবি প্রসঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেন, ‘দাঁতের লড়াই এক হৃদয়স্পর্শী ছবি। পরিচালক বিপ্লব কোয়াল ও তার টিম যখন এই সিনেমাটি প্রেজেন্ট করার প্রস্তাব দেন। তখন আমি আগ্রহ নিয়ে ছবিটি দেখি। দেখার পর মনে হয়, এটা একটা সুন্দর ও মননশীল কাজ, যা মানুষের মন ছুঁয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিই এই ছবির সঙ্গে যুক্ত হওয়ার। এই প্রথম পরিবেশক হিসেবে কাজ করছি, তাই এক নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। বাংলা সিনেমার প্রতি আমার ভালোবাসা থেকেই এই দায়িত্ব গ্রহণ করেছি।’

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

জাহানারার পাশে মাশরাফি
৮ নভেম্বর ২০২৫ ০১:৩৮

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো