Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেল বিতর্কের ধারাবাহিকতায় সালসাবিলের পোস্টে আলোচনার ঝড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২৫ ১৬:৫৪

বাংলাদেশের সংগীত জগতের আলোচিত মুখ মাইনুল আহসান নোবেল আবারও গণমাধ্যমের শিরোনামে। এবার কারণ, এক ইডেন কলেজ ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর জামিন পাওয়া। তবে বিষয়টিকে ঘিরে আলোচনা তুঙ্গে পৌঁছায়, যখন জানা যায়, মামলার বাদীকেই কারাগারে বসে বিয়ে করেছেন নোবেল, আর সেই বিয়ের মাত্র পাঁচ দিনের মাথায় জামিনও পেয়ে গেছেন তিনি।

নোবেলের আইনজীবীরা জানিয়েছেন, শিগগিরই এই নবদম্পতির সংসারে নতুন অতিথির আগমন ঘটতে যাচ্ছে। একদিকে জামিন ও পারিবারিক খবর, অন্যদিকে নোবেলের অতীত সম্পর্ক—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

বিজ্ঞাপন

এরই মাঝে নোবেলের প্রথম স্ত্রী সালসাবিল মাহমুদের একটি পোস্ট নতুন করে নজর কেড়েছে নেটিজেনদের। বুধবার (২৫ জুন) তিনি তার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে স্পষ্ট করে কিছু না বললেও, ইঙ্গিতপূর্ণ বাক্যে অনেক কিছু বলে দিয়েছেন বলে মনে করছেন অনুসারীরা।

সালসাবিল লিখেছেন:
‘সবাই চুপ থাকে, কেউ কিছু বলে না—কারণ সত্য বলার জন্য সাহস লাগে, আর সহ্য করার জন্য মন। আমি শুধু আশীর্বাদ করি, যেন কারও জীবনে আমার মতো অধ্যায় না আসে।’

পোস্টটি দেয়ার পরপরই তা ভাইরাল হয়ে পড়ে। অনেকেই মন্তব্য করছেন, এটি নোবেলকে উদ্দেশ্য করেই লেখা। কেউ কেউ সালসাবিলের প্রতি সহানুভূতি জানাচ্ছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন, কেন এমন পরিস্থিতি তৈরি হলো?

সালসাবিল ও নোবেলের দাম্পত্য জীবন শুরু হয়েছিল নানা চমক ও ভালোবাসার গল্প দিয়ে। কিন্তু সময়ের সাথে সম্পর্কের জটিলতা বাড়ে, যা এক পর্যায়ে বিচ্ছেদে গড়ায়। এরপর নোবেল নতুন সম্পর্কে জড়ান, যার সর্বশেষ পরিণতি একটি ফৌজদারি মামলার মধ্যে বিয়েতে গিয়ে ঠেকে।

নোবেলের জামিন, নতুন সংসার এবং সালসাবিলের পোস্ট—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া। কেউ বলছেন, নোবেল যেন নিজের তৈরি কাহিনির নাট্যকার ও অভিনেতা—সব চরিত্রে একাই অবতীর্ণ হয়েছেন। কেউ আবার বলছেন, “ব্যক্তিগত জীবন যার যার, তবে তারকা হলে কিছু দায় থেকে যায়।”

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর