Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম নিয়ে মুখ খুললেন ‘দঙ্গল’খ্যাত ফাতিমা সানা শেখ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:৪২

বলিউডের আলোচিত ও প্রতিভাবান অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ‘দঙ্গল’ ছবিতে গীতা ফোগাটের চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটে গিয়েছিলেন তিনি। তারপর একাধিক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু ক্যারিয়ারের বাইরেও, ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার চর্চার কেন্দ্রে এসেছেন ফাতিমা— বিশেষ করে বিজয় বর্মার সঙ্গে তার সম্পর্ক নিয়ে।

অনেক দিন ধরেই বলিপাড়ায় ফিসফাস চলছিল—বিজয়ের সঙ্গে কি প্রেম করছেন ফাতিমা? একসঙ্গে পার্টিতে দেখা যাওয়া, একাধিক অনুষ্ঠানে একত্রে উপস্থিতি— সব মিলিয়ে গুঞ্জনের পারদ চড়ছিল বেশ ভালোভাবেই। অবশেষে এসব নিয়ে সরাসরি মুখ খুললেন ফাতিমা নিজেই।

বিজ্ঞাপন

সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জয়সা কোই’–এর ট্রেলার লঞ্চ ইভেন্টে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানেই স্পষ্ট প্রশ্ন করা হয়— তিনি কি সম্পর্কের মধ্যে আছেন? ফাতিমা একটুও ঘুরিয়ে না বলে সোজা জবাব দেন, ‘আমি এখন একাই আছি’।

তবে শুধু এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। সাফল্যমণ্ডিত সম্পর্কের সংজ্ঞা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন। তার কথায়— ‘যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন, সেটাই একটা সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকা মানে নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।‘

এমন পরিণত ভাবনার ফাতিমা বাস্তবে কি তেমন একজন মানুষের দেখা পেয়েছেন? প্রশ্ন শুনে হেসে ফেলেন তিনি। মজা করে বলেন, ‘ভালো ছেলেরা তো শুধু সিনেমাতেই থাকে। বাস্তবে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন! অন্তত আমার জীবনে তো নেই।‘

তার এই সরস মন্তব্যেই আপাতত বন্ধ হয়ে যাচ্ছে বিজয় বর্মা ও ফাতিমার সম্পর্ক ঘিরে বলিউডের নানা গুঞ্জন— এমনটাই মনে করছেন অনেকে।

ফাতিমা সানা শেখ তার ভাবনার পরিপক্বতা, ব্যক্তিত্ব ও সাহসী স্বীকারোক্তির মাধ্যমে আবারও প্রমাণ করলেন— তিনি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একজন স্ট্রং ও সৎ নারী। সম্পর্ক হোক বা ক্যারিয়ার— নিজের শর্তেই পথ হাঁটতে পছন্দ করেন এই ‘দঙ্গল’ গার্ল।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

বিএনপির ৩ নেতার পদ স্থগিত
৭ নভেম্বর ২০২৫ ২৩:১২

মিরপুরে এনসিপির আনন্দ মিছিল
৭ নভেম্বর ২০২৫ ২৩:০৪

আরো