বলিউডের ‘কাঁটা লাগা’ গানে যিনি একসময় ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমালেন। শুক্রবার (২৭ জুন) রাতে মাত্র ৪২ বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী মারা যান। সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির।
শেফালি জারিওয়ালার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। মাত্র ৪২ বছর বয়সে এমন পরিণতি মানতে পারছেন না কেউই। ‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে যৌবন ধরে রাখার জন্য ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়। এবার উঠে এল নতুন খবর।

‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে যৌবন ধরে রাখার জন্য ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়
শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিনও ভিটামিন সি-ফোর ট্রিপ নিয়েছিলেন অভিনেত্রী। ভারতীয় সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিন শেফালি ভিটামিন সি IV ড্রিপ (ইন্ট্রাভেনাস ভিটামিন সি থেরাপি নামেও পরিচিত) খেয়েছিলেন। শেফালির সেই বন্ধু বলেন, ‘সেদিন ভিটামিন সি IV ড্রিপ খেয়েছিল। তবে আগেই বলেছি, ভিটামিন সি গ্রহণ করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আমরা সবাই ভিটামিন সি খেয়ে থাকি, তাই না? আমার মনে হয় কোভিডের পর মানুষ যতটা সম্ভব নিয়মিত ভিটামিন সি খেতে শুরু করেছে। এবং ভিটামিন সি এমন একটি জিনিস যা আমিও গ্রহণ করি। সুতরাং এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’
পূজা তার সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশ যখন তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছিল, তখন তিনিও সেখানে ছিলেন। ‘আমি যখন সেখানে দাঁড়িয়ে ছিলাম, তখন পুলিশ সেই ব্যক্তিকে ডেকেছিল যিনি তাকে আইভি ড্রিপ দিয়েছিলেন। শেফালি ঠিক কী ওষুধ খেয়েছিলেন তা জানার জন্য ডাকা হয় এবং তারপর পুলিশ জানতে পেরেছিলেন যে তিনি আইভি ড্রিপ নিয়েছিলেন।’

মাত্র ৪২ বছর বয়সে শেফালি জারিওয়ালার এমন পরিণতি মানতে পারছেন না কেউই
তবে পূজা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ভিটামিন সি আইভি ড্রিপস এবং অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট গ্রহণ করা বিনোদন দুনিয়ায় খুবই সাধারণ বিষয়। তার কথায়, ‘শেফালি এমন এক পেশায় ছিলেন যেখানে তাকে তার সেরাটা দিতে হয়েছিল এবং তিনি তার যথাসাধ্য চেষ্টা করছিলেন এবং তাকে সবচেয়ে সুন্দর দেখতে লাগত।’
এর আগে, ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছিল, শেফালি গত কয়েক বছর ধরে গ্লুটাথিয়ন এবং ভিটামিন ইনফিউশনসহ অ্যান্টি-এজিং ওষুধ খাচ্ছিলেন। আরও জানা যায় যে সেদিন রাতে অভিনেত্রীর রক্তচাপ কম ছিল এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়।