Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এজেএফবি স্বীকৃতি পেলেন মাহমুদ মানজুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জুলাই ২০২৫ ১৭:২৯

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আসরে শ্রেষ্ঠ গীতিকবির পুরস্কার অর্জন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ মানজুর। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই স্বীকৃতি দেওয়া হয় মাহমুদ মানজুরকে।

এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক আলীরাজ। তাকে এই আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মাহমুদ মানজুর বলেন, ‘পুরস্কার পাওয়ার জন্য আমি গান লিখি না, তবে পুরস্কার একজন গীতিকবিকে তার কাজের প্রতি আরও গভীর আগ্রহী করে তোলে। আমার প্রচেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো গান লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখতে।’

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পেয়েছেন- শাকিব খান, জনি হক, নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবর, আঁখি আলমগীর, শিবা সানু, বেলাল খান, গাজী রাকায়েত প্রমুখ।

এদিকে গত মে মাসে তিনটি শ্রেষ্ঠ গীতিকবির স্বীকৃতি পেয়ে নতুন রেকর্ড গড়েছিলেন মাহমুদ মানজুর। পেশায় বিনোদন সাংবাদিক হলেও দুই দশক ধরে তিনি সিনেমা, নাটক ও স্বাধীন মাধ্যমে দেড় শতাধিক গান রচনা করেছেন। নিবিড়ভাবে জড়িয়ে আছেন গীতিকবিদের নিয়ে দেশের একমাত্র সংগঠন গীতিকবি সংঘ বাংলাদেশ-এর সঙ্গে। শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে দুইবার স্বীকৃতি পেয়েছেন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-২০২০ ও ২০২৪। এছাড়াও পেয়েছেন লাবণ্য অ্যাওয়ার্ড, এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড, ট্র্যাব আইকনিক অ্যাওয়ার্ড প্রভৃতি

অন্যদিকে সাংবাদিকতায়ও মাহমুদ মানজুরের অর্জন রয়েছে উল্লেখযোগ্য। সাংবাদিকতার প্রথমাংশে ২০০৭ সালে তিনি পেয়েছেন শ্রেষ্ঠ সাংস্কৃতিক প্রতিবেদক হিসেবে ‘বিসিআরএ-২০০৭’ পদক। ২০০১ সাল থেকে কাজ করেছেন যথাক্রমে সাপ্তাহিক পূর্ণিমা, দৈনিক যুগান্তর, পাক্ষিক তারকালোক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মানবজমিন-এ। ২০১৫ সাল থেকে আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউন-এ। এরমধ্যে মাহমুদ মানজুর দুইবার সরাসরি কাভার করেছেন ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে নামকরা চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩ ও ২০২৪’। এছাড়াও বাংলাদেশের প্রথম বিনোদন সাংবাদিক হিসেবে মাহমুদ মানজুর কাভার করেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘সান ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৫’।

সারাবাংলা/এএসজি

মাহমুদ মানজুর