আল্লু অর্জুন অভিনীত সুপারহিট চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’ শুধু ভারতের নয়, সারা বিশ্বের মন জয় করেছে। এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘উ অঁতা ভাগা’— যেখানে সামান্থা রুথ প্রভুর আগুনঝরা পারফরম্যান্স আর ডিএসপির তালে-ছন্দে গানের ভরকেন্দ্র হয়ে উঠেছিল এক দুর্দান্ত অভিজ্ঞতা— তাতে কোটি কোটি মানুষ মাতোয়ারা হয়েছেন। কিন্তু সেই গানকেই এবার এক ‘সৃষ্টিশীল চুরি’র শিকার বলে দাবি তুলেছেন গানটির সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি)।
সম্প্রতি একটি অনুষ্ঠানে ডিএসপি অভিযোগ করেন, তুরস্কের পপ তারকা আতিয়ে তার ২০২৪ সালে প্রকাশিত গান ‘আনলায়ানা’-তে হুবহু ‘উ অঁতা ভাগা’-র সুর ব্যবহার করেছেন। ডিএসপির ভাষায়, ‘সাদামাটা অনুপ্রেরণা নয়, এটি পুরোপুরি কপি। যারা আমাদের গানটি শুনেছেন এবং ওই গানটি শুনবেন, তারা নিজেরাই বুঝবেন মিল কতটা।’
ডিএসপি দ্বিমুখী অনুভূতির কথা জানান— একদিকে, নিজের সৃষ্টির আন্তর্জাতিক অনুরণন দেখে গর্ব, অন্যদিকে সুর নকল হয়ে যাওয়ায় হতাশা। তিনি বলেন, ‘এই ঘটনা যেমন প্রমাণ করে যে তেলেগু গানের আবেদন আজ আন্তর্জাতিক, তেমনি এটি সৃষ্টিশীলতার অধিকার লঙ্ঘনেরও জ্বলন্ত উদাহরণ।’
তিনি আরও জানান, আইনি ব্যবস্থা নেওয়ার কথা বিবেচনা করছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি।
বিতর্ক সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানের দুটি ভিডিও তুলনা করে পোস্ট করতে থাকেন অনেকে। বহু শ্রোতা মন্তব্য করেছেন, ‘এটি স্পষ্টভাবে ব্লাইন্ড কপি।’ কেউ কেউ মজা করে লিখেছেন, ‘তেলেগু বিটে তুর্কি নাচ!’ এমনকি তুরস্কের কয়েকজন মিউজিক ব্লগারও বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।