Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার আর দাবা খেলি: আদিত্য রায় কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জুলাই ২০২৫ ১৮:৫৫ | আপডেট: ১ জুলাই ২০২৫ ২০:৪৭

বলিউডে তাকে বলা হয় ‘চুপচাপ চার্মার’। রোমান্টিক হিরো হিসেবে পর্দায় যেমন আবেগময়, বাস্তব জীবনে ঠিক ততটাই অন্তর্মুখী। তিনি আদিত্য রায় কাপুর। সম্প্রতি নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’-এর প্রচারে অংশ নিয়ে অভিনেতা যেমন জানিয়েছেন সিনেমা সম্পর্কে, তেমনই ভাগ করে নিয়েছেন নিজের ব্যক্তিগত প্রেম-জীবনের অভিজ্ঞতা। বিশেষত, বিচ্ছেদের পরে যেভাবে নিজেকে সামলান, তা শুনে অবাক হচ্ছেন অনেকেই।

সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞাসা করা হয়—প্রেমে ব্যর্থ হলে তিনি কী করেন, তখন আদিত্য এক নির্লিপ্ত হাসি দিয়ে বলেন, ‘আমি হয়তো দাবা খেলি। কখনও ঘর পরিষ্কার করি, এমনকি বাথরুম পর্যন্ত। যেভাবেই হোক, নিজেকে ব্যস্ত রাখি।’ এই স্বীকারোক্তি যেন অনেক একাকীত্বের গল্প বলে দেয়, যেখানে কাজই হয় আবেগ ভুলে থাকার আশ্রয়।

বিজ্ঞাপন

নতুন ছবির প্রেক্ষাপট ঘিরে কথা বলতে গিয়েই উঠে আসে আধুনিক শহুরে প্রেমের গল্প। যেখানে মোবাইল ফোনের স্ক্রিন যত কাছাকাছি, বাস্তবের যোগাযোগ ততটাই দুর্বল। আদিত্য বলেন, ‘বর্তমানে আমাদের সম্পর্কগুলো অনেকটাই মোবাইল নির্ভর হয়ে পড়েছে। আগেকার দিনের মত ধৈর্য বা গভীরতা আজ আর নেই।’ তার মতে, ভালোবাসা এখন অনেকটাই দ্রুতগতির—‘রিলেশনশিপ’ আর ‘সিচুয়েশনশিপ’-এর মাঝের দেয়াল ভেঙে গেছে।

নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে আদিত্য জানান, তিনি এখনো ‘ওল্ড স্কুল’। “সম্পর্ক মানে শুধু প্রেম নয়। বন্ধু, পরিবার, ভাইবোন—সবকিছু মিলে জীবন। এখনকার নানা ধরনের নতুন ‘সংজ্ঞা’ আমার খুব একটা পরিচিত নয়।” তিনি নিজের ব্যক্তিগত জীবনকে যতটা সম্ভব ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। জীবনের সংবেদনশীল দিকগুলো ক্যামেরার সামনে নয়, নিজের মনেই সযত্নে রেখে দেন।

আদিত্য এখন ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে। ছবিতে তার বিপরীতে আছেন সারা আলি খান। এটি একটি শহুরে রোমান্টিক গল্প যেখানে সম্পর্ক, সংযোগ ও ভাঙনের মোড়কে ফুটে উঠেছে বর্তমান প্রজন্মের বাস্তবতা।

সারাবাংলা/এফএন/এএসজি

আদিত্য রায় কাপুর

বিজ্ঞাপন

লড়াই শেষ হয়নি: নাহিদ
২ জুলাই ২০২৫ ১৮:৩২

আরো

সম্পর্কিত খবর