Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

না ফেরার দেশে কণ্ঠশিল্পী জিনাত রেহানা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ জুলাই ২০২৫ ১৫:২৯

চলে গেলেন ৬০, ৭০ ও ৮০ দশকের বিখ্যাত কণ্ঠশিল্পী জিনাত রেহানা। বুধবার (২ জুলাই) সকাল ৮.৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর।

এর আগে তিনি দীর্ঘদিন ধরে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। জিনাত রেহানার শিল্পী হিসেবে পথ চলা শুরু হয় তার পরিবারের মাধ্যমে। তার মা জেব-উন-ন্নেসা জামাল ছিলেন গীতিকার ও লেখক, আর তার খালা আঞ্জুমান আরা বেগম বিখ্যাত কণ্ঠশিল্পী। জিনাত রেহানার স্বামী ছিলেন টেলিভিশনের সাবেক মহাপরিচালক প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ।

তবে জিনাত রেহানাকে গানের জগতে আসার ব্যাপারে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন তার খালা কণ্ঠশিল্পী আঞ্জুমান আরা বেগম। তার সেই সময়কার কণ্ঠ শুনে বিখ্যাত সুরকার আবদুল আহাদ ও সমর দাস প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান।

বিজ্ঞাপন

১৯৬৪ সালে বেতার ও ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত রেহানা। বেতারে ১৯৬৮ সালে জিনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে মাঝে তাকে গানে কম দেখা যেত।

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর