বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ হচ্ছে─ এমন গুঞ্জনের বয়স দুই বছরের বেশি। এই বিচ্ছেদের পিছনে কখনো উঠে আসছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি, কখনো আবার শ্বশুরবাড়ির সঙ্গে বিশ্বসুন্দরীর বনিবনা না হওয়ার খবর। এই তারকা দম্পতির বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। এই তৃতীয় ব্যক্তি আর কেউ নন, বলিউডের আরেক অভিনেত্রী নিমরত কৌর! ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক ও নিমরত। এই ছবির শুটিং থেকেই নাকি দু’ জনের মন দেওয়া নেওয়া শুরু! সেখান থেকেই নাকি যত সমস্যার সূত্রপাত। শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকেন তিনি। শোনা গিয়েছিল, ‘গ্রে ডিভোর্স’-এর পথে হাঁটছেন অভিষেক-ঐশ্বরিয়া।
কিন্তু সম্প্রতি অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে ‘চুক্তির বিয়ে’ সংক্রান্ত একটি নতুন বিতর্ক আবারও আলোচনায় আসে। যেটা শুনে ক্ষেপে ওঠেন অভিষেক। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে অভিষেক বচ্চন বলেন, ‘১৭ বছরের দাম্পত্য জীবনে অসংখ্যবার নানা জল্পনা-কল্পনার শিকার হয়েছি। সত্যি বলতে, আগে এগুলো পাত্তা দিতাম না। কিন্তু এখন খারাপ লাগে, কারণ আমার একটা পরিবার আছে।’ অভিষেকের এই মন্তব্য শোনার পর মনে হচ্ছিল তার এই বক্তব্য শুধু গুজবের জবাব নয়, বরং এক শক্তিশালী বার্তা।
তবে নতুন খবর হচ্ছে, এ বার ফের এক সঙ্গে নিমরত-অভিষেক। অভিনেতার আসন্ন ছবি ‘কালীধর লাপতা’তে দেখা যাবে অভিষেককে। ক্যামিও চরিত্রে রয়েছেন নিমরত। অভিনেতা জানান, এই ছবিতে নিমরতের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। আগামী ৪ জুলাই জ়ি-ফাইভে মুক্তি পাবে ছবিটি।