Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুবলীর স্ট্যাটাস ঘিরে রহস্য— নতুন প্রেম, না কি পুরনো সম্পর্কের ছায়া

ফারহানা নীলা
৩ জুলাই ২০২৫ ২০:২৪

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম বুবলী সম্প্রতি আবারো ভাইরাল হয়ে উঠেছেন একটি সংক্ষিপ্ত অথচ গভীর অনুভূতির স্ট্যাটাস দিয়ে। তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন— ‘Heart full of love, life full of you…’

এই কাব্যময় বার্তার সঙ্গে ছিল আটটি স্টাইলিশ ছবি, যেখানে তাকে দেখা গেছে একেবারে ক্যাজুয়াল অথচ ঝলমলে লুকে। হালকা ধূসর রঙের টি-শার্ট, গাঢ় নীল জিন্স ও সানগ্লাসে বুবলী যেন হয়ে উঠেছেন ‘চট করে মন কেড়ে নেওয়া শহুরে নারী’। ছবির লোকেশনটিও খোলা আকাশ, নারকেল গাছ আর একটি কালো গাড়ির পাশে দাঁড়িয়ে বুবলী।

কিন্তু স্টাইলের চেয়েও বেশি আলোচনা হচ্ছে একটি লাইন ঘিরে— ‘Heart full of love, life full of you.’

বিজ্ঞাপন

কে এই ‘you’?

— এমন প্রশ্নেই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের জল্পনা। কেউ বলছেন— বুবলী হয়তো তার জীবনে নতুন কাউকে পেয়েছেন। আবার অনেকেই বলছেন, এটি একটি ‘নস্টালজিক মেসেজ’, যার মাধ্যমে তিনি হয়তো প্রাক্তন স্বামী ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান-এর প্রতি ইঙ্গিত করেছেন।

কমেন্ট বক্সে ভক্তদের কৌতূহল

অনেকে মনে করছেন, বুবলীর এই পোস্ট কোনো বিশেষ বার্তা বহন করছে। পোস্টের ভাষা ও ইমোজির ব্যবহারে যেন এক প্রেমময় আবেশ! কার উদ্দেশে এই ‘life full of you?’ এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কমেন্ট সেকশনে। কেউ কেউ আবার তার এই ক্যাজুয়াল লুককে বলছেন ‘ডে আউট গোলস’, কেউ বলছেন ‘বিউটি উইথ ক্লাস’। সুতরাং, সাম্প্রতিক এই ‘হৃদয়ভরা ভালোবাসা’র স্ট্যাটাসকে একেবারে সরলভাবে দেখছে না কেউ।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠছে— বুবলী কি আবারো নতুন করে ভালোবাসায় ভাসছেন? নাকি পুরনো সম্পর্কের প্রতি মনে মনে কিছু অনুভব করছেন, যা প্রকাশ পাচ্ছে শিল্পিত ভঙ্গিতে? ফেসবুক পোস্টে দেখা গেছে হাজার হাজার মানুষ তাদের মতামত দিয়েছেন—
‘এই স্ট্যাটাস নতুন প্রেমের ইংগিত কি?’
‘এই you কি জয় (তাঁদের সন্তান)? নাকি সাকিব ভাই?’
‘যতই প্রেমের কথা বলেন, চোখে-মুখে যেন কিছু বলতে চাইছেন!’

স্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবেও উজ্জ্বল

এত কিছুর বাইরে, তার ছবি গুলো হয়ে উঠেছে ফ্যাশন অনুপ্রেরণা। বুবলীর ফ্যাশন সেন্স নতুন কিছু নয়। তবে এই ধরনের স্টাইলিশ অথচ সহজলভ্য পোশাক পরিধান ও লোকেশনে ছবিগুলো বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছে তরুণদের মধ্যে। ফ্যানেরা বলছেন,
‘এই লুকটা ট্রাই করতেই হবে!’
‘স্টাইল উইথ সাবটেক্সট!’

বুবলীর এই ছোট্ট অথচ রোমান্টিক স্ট্যাটাস যেন একেকটি রহস্যের জটলা। কে এই ‘you’- তা হয়তো এখনই বলবেন না বুবলী। তবে তার ভক্তরা অপেক্ষায় আছেন—এই রহস্যের জবাব একদিন নিশ্চয়ই আসবে, হয় পোস্টে, না হয় পর্দায়।

সারাবাংলা/এফএন/এএসজি

বুবলীর স্ট্যাটাস ঘিরে রহস্য শবনম বুবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর