Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের সঙ্গে ‘প্রথম বার’; মিষ্টি জান্নাতের পোস্টে প্রেমের গুঞ্জন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জুলাই ২০২৫ ১৮:৫৪

ঢালিউডের সুপারস্টার শাকিব খান—যার সঙ্গে গুজব, সম্পর্ক আর আলোচনার সম্পর্ক বহুদিনের। সেই তালিকায় এবার নতুন সংযোজন মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছবি পোস্ট আর ইঙ্গিতপূর্ণ ক্যাপশনে জল্পনা ছড়াচ্ছে—তবে কি প্রেম করছেন শাকিব-মিষ্টি?

মিষ্টি জান্নাত তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি শেয়ার করেন শাকিব খানের সঙ্গে। ছবিগুলোতে দু’জনকে দেখা যাচ্ছে একটি বিমানে, বেশ স্বচ্ছন্দ এবং কাছাকাছি অবস্থানে।

ক্যাপশনে লেখা— ‘সেই প্রথম বার’, সঙ্গে জুড়ে দেওয়া তিনটি ভালোবাসার ইমোজি। এতেই আগুনে ঘি ঢেলে দিল নেটিজেনরা। অনেকে মনে করছেন, এটি শুধুই বন্ধুত্ব নয়— এর মধ্যে প্রেমের গন্ধ স্পষ্ট।

বিজ্ঞাপন

এর আগে, কয়েকদিন আগেই মিষ্টি আর শাকিবের একটি একান্ত মুহূর্তের ছবি ভাইরাল হয়। একই বিমানে যাত্রা, ক্যাজুয়াল পোশাক, হাসিমুখ—সব মিলিয়ে অনেকেই বলছিলেন, ‘এদের মধ্যে কিছু একটা চলছে।’

আর পোস্টের ক্যাপশনও কম রোমাঞ্চকর নয়— ‘লাভ লাভ’। শুধু ক্যাপশনেই নয়, ছবিতেও চোখে পড়ার মতো কেমিস্ট্রি ছিল।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন মিষ্টি জান্নাত। অভিনয়গুণে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন ঢালিউডে। তবে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, তিনি একজন দন্ত্য চিকিৎসক হিসেবেও পরিচিত।

নেটিজেনদের অনেকেই মজার ছলে লিখেছেন— ‘শাকিব এখন বুঝি ডেন্টাল চেকআপেই নিয়মিত যাচ্ছেন!’

মিষ্টির পোস্টের পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। কেউ কেউ লেখেন—
‘শাকিব ভাই এবার ডেন্টিস্ট প্রেমে?’
‘শবনম বুবলি থেকে শুরু করে অপু বিশ্বাস, এবার মিষ্টি?’
‘স্টারদের প্রেমে সাধারণ মানুষ কনফিউজড!’
তবে মিষ্টি বা শাকিব—কেউই বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খুলেননি।

অনেকেই বলছেন, এটি হয়তো নতুন কোনো সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি। আবার কেউ বলছেন, হয়তো সত্যিই সম্পর্ক আছে, যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে ঢালিউডে অতীতে যেভাবে সম্পর্ক লুকিয়ে রাখা হয়েছে, এবারও হয়তো তারই পুনরাবৃত্তি চলছে।

তবে প্রেমই হোক কিংবা প্রচারণা—সময়ের সাথে সত্যি নিজেই মুখ খুলবে। ততক্ষন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে, শাকিব-মিষ্টি ভক্তদের।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর