বলা হয়, বিটিএস শুধু একটা ব্যান্ড নয়, একটা অনুভব। আর সেই অনুভব এবার আবারও প্রাণ পাচ্ছে। তিন বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফিরছে বিশ্ব মাতানো কোরিয়ান ব্যান্ড বিটিএস। ঘোষণা এসেছে নতুন অ্যালবাম এবং ২০২৬ সালের বিশ্ব সফরের। ভক্তদের হৃদয়ে যেন ফের ঝড় তুলতেই প্রস্তুত সাত তরুণের এই দল।
একসঙ্গে ফিরে এলেন সাতজন— জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক এবং সুগা। এই সাতজনই ছিলেন সেই আলোচিত ভিডিও ঘোষণায়, যা বিটিএস ব্যান্ড তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সম্প্রচার করেছে। ২০২২ সালের পর এই প্রথমবারের মতো তারা একসঙ্গে জনসমক্ষে হাজির হলেন। বললেন, ‘আমরা জুলাই থেকে নতুন গান নিয়ে কাজ শুরু করব।’
এই কামব্যাকের সবচেয়ে বড় উপহার হচ্ছে নতুন অ্যালবাম। ১৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ – লাইভ’। এতে থাকবে তাদের ২০২১-২২ সালের বিশ্ব ট্যুরের ২২টি প্রাণবন্ত লাইভ পারফরম্যান্স।
শোনা যাবে বিটিএসের বিখ্যাত গানগুলোর ভিন্ন স্বাদ –
‘ON’ – তাদের শক্তির প্রতীক
‘FIRE’ – উন্মাদনার ছোঁয়া
‘DOPE’ – ক্ল্যাসিক হিপ-হপ ভিব
‘IDOL’ – বিটিএসের নিজস্ব আত্মপরিচয়ের গান
এই অ্যালবাম শুধু গান নয়, একটি টাইম মেশিন, যা ভক্তদের ফিরিয়ে নিয়ে যাবে কনসার্টের সেই মুহূর্তে, আবেগে ও উন্মাদনায়।
বিটিএস ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে রয়েছে ২০২৬ সালের ওয়ার্ল্ড ট্যুর। তারা বলেছে, ‘আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।’ সেই মুহূর্তগুলো আরও একবার রোমাঞ্চিত করতে চলেছে নতুন কনসার্ট, নতুন ভেন্যু, নতুন পারফরম্যান্স। বিটিএসের কনসার্ট মানেই হাজারো রঙের আলো, কান্না-হাসির মিশেল, এবং গানের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা।
বিটিএসের কামব্যাক ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সাদা হয়ে গেছে বেগুনি ভালোবাসায়। ট্রেন্ডিং হয়েছে #BTSisBack, #OT7Forever, #PermissionToFeelAgain।
একজন ভক্ত লিখেছেন, ‘তিন বছর পর এই ঘোষণা যেন আমার জীবনের দুঃসময়ের শেষপ্রহরে সূর্যের আলো।’ অন্যজন লিখেছেন, ‘বেঁচে থাকার নতুন কারণ পেলাম।’