Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নিয়ে আসছেন শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ জুলাই ২০২৫ ২০:১১

ঢাকার ইতিহাসের এক অনুচ্চারিত, ধূসর অধ্যায় এবার উন্মোচিত হতে যাচ্ছে বড় পর্দায়। নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ড, গ্যাংপলিটিক্স, কালো টাকার রাজনীতি এবং শহরের অন্য এক রূপ তুলে ধরতে পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’। আর এই দুঃসাহসিক যাত্রায় তার সঙ্গী হচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান।

টিভি নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া আবু হায়াত মাহমুদের এটি হবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তবে ছোট পর্দার চেনা গণ্ডি পেরিয়ে বড় পর্দায় এসে যেন একেবারে বাজিমাত করতেই প্রস্তুত তিনি। বাস্তব কাহিনিকে ভিত্তি করে লেখা সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন মেজবাউদ্দিন সুমন, যিনি নব্বই দশকের ঢাকার অপরাধ জগত নিয়ে দীর্ঘ সময় গবেষণা করেছেন।

বিজ্ঞাপন

‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র মূল চরিত্র কালা জাহাঙ্গীর। একজন আলোচিত, বিতর্কিত ও ভয়ংকর গ্যাং লিডার, যার দখলে ছিল শহরের একটি বড় অংশের নিয়ন্ত্রণ। সেই রহস্যময় চরিত্রে এবার পর্দায় দেখা যাবে শাকিব খানকে—যিনি এতদিন মূলত বাণিজ্যিক ঘরানার হিরো হিসেবে পরিচিত ছিলেন। শোনা যাচ্ছে, তিনি এরইমধ্যে স্ক্রিপ্ট হাতে পেয়েছেন এবং পারিশ্রমিকসহ প্রাথমিক সব কিছু চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিক স্বাক্ষরের অপেক্ষা।

শাকিব খানের পাশাপাশি সিনেমায় আরও থাকছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান এবং শহীদুজ্জামান সেলিম। তবে নায়িকার চরিত্রে কে থাকবেন, তা নিয়ে এখনও জল্পনা কেবল। প্রযোজকের ঘনিষ্ঠ সূত্র বলছে, এ বিষয়ে শিগগিরই চমকপ্রদ ঘোষণা আসছে।

‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ কেবল আরেকটি অ্যাকশন মুভি নয়। এটি হতে যাচ্ছে ঢাকার অপরাধরাজনীতির অজানা অধ্যায় নিয়ে একটি ঐতিহাসিক দলিল। এখানে থাকবে নব্বই দশকের রাজনৈতিক অস্থিরতা, গ্যাংস্টারদের উত্থান, শহরের নিচু গলির গল্প, রাজনীতির সাথে অপরাধের জটিল সখ্য—সবকিছু একসাথে। বাস্তব কাহিনি অবলম্বনে নির্মিত হওয়ায়, এই সিনেমা হতে পারে সময়ের অন্যতম আলোচিত কাজ।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সময় হাতে থাকলেও, এখন থেকেই দর্শকদের মধ্যে শুরু হয়ে গেছে গুঞ্জন। কারণ, শাকিব খানকে এমন ভিন্নধর্মী চরিত্রে আগে কখনও দেখা যায়নি।

সারাবাংলা/এফএন/এএসজি

ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর