ঢালিউডের দুই জনপ্রিয় মুখ নিরব হোসাইন ও পরীমনি— অভিনয়ে একাধিকবার জুটি বাঁধলেও বাস্তব জীবনের বন্ধুত্বটাও যে গভীর, তা আরও একবার প্রমাণ করলেন পরীমনি। সম্প্রতি অভিনেতা নিরব হোসাইনের জন্মদিনে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা পোস্ট করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।
‘Happy Birthday Dear Nirab Hossain!
তুমি আমার দেখা একজন সত্যিকারের নায়ক।
পর্দার বাইরের মানুষটা তুমি আরও বেশি ভালো।
জীবনের অনেক কিছুতে আমি তোমার কাছে ঋণী এবং কৃতজ্ঞ।
তুমি সবসময় আমার দোয়ায় থাকবে।
তোমার জীবনের সবকিছু ভালো হোক। আনন্দের হোক।‘
এই বার্তার সাথে যুক্ত ছিল একটি রোমান্টিক-বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি, যেখানে দেখা যাচ্ছে— একটি রাজকীয় আলোকসজ্জায় ঘেরা স্থানে নিরব ও পরীমনি দাঁড়িয়ে, পরীমনি একটি ফোনে ভিডিও ধারণ করছেন এবং হাতের আঙুল দিয়ে বানাচ্ছেন ভালোবাসার প্রতীক ‘হার্ট শেপ’। নিরব হাসিমুখে তাকিয়ে আছেন তার দিকে।
শুধু অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও নিরব ও পরীমনির সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই গুঞ্জন ওঠে। যদিও দুজনেই নিজেদেরকে ভালো বন্ধু বলে উল্লেখ করেন বারবার। তবে পরীমনির এই আবেগময় জন্মদিন বার্তা যেন সেই বন্ধুত্বের গভীরতা আরও একধাপ স্পষ্ট করে তুলেছে।
নিরব-পরীমনি জুটিকে এর আগে দেখা গেছে ‘গন্তব্য’, ‘ক্যারাম’ ও অন্যান্য কিছু চলচ্চিত্রে। রোমান্টিক দৃশ্যে তাদের কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছে। অনেকে মনে করছেন, এই বাস্তব সম্পর্কই হয়তো অনস্ক্রিন রসায়নকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।
পোস্টটি প্রকাশের পর থেকেই তা ভাইরাল। শত শত মন্তব্যে ভক্তরা লিখেছেন—
‘এতো সুন্দর শুভেচ্ছা! নিরব ভাই সত্যিই ভাগ্যবান।‘
‘আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক।‘
’এই ছবি যেন গল্প বলে!’
কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘এটি কি কেবল বন্ধুত্বের ভাষা, নাকি সম্পর্ক আরও একটু গভীর?’
পোস্টের ছবিটি যেন নিজেই একটি সিনেমার দৃশ্য। বিদেশের কোনো ঐশ্বর্যময় শপিং প্যাসেজ কিংবা রাজপ্রাসাদের আদলে তৈরি জায়গায় দাঁড়িয়ে, হাস্যোজ্জ্বল নিরব ও হৃদয় দিয়ে ভালোবাসা প্রকাশ করা পরীমনি— একপলকে যেন বলছে, ‘এই মুহূর্তটা বিশেষ!’