বলিউড বাদশা শাহরুখ খানের বুদ্ধিদীপ্ত রসিকতা নতুন কিছু নয়। কিন্তু এবার তিনি এক কঠিন রসিকতা করেছেন। ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে এক প্রশ্নের উত্তরে সবাইকে চমকে দিলেন মজার এক মন্তব্যে— ‘আমি পরের জন্মে নিক জোনাস (প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী) হতে চাই!’
ঘটনা ছিল এমন—শো’র সঞ্চালক প্রশ্ন করেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, তিনি প্রতিটি জন্মেই প্রিয়াঙ্কা হতে চান। আপনি কী হতে চান পরের জন্মে?’ এই প্রশ্নে মুহূর্তেই ফাটিয়ে হাসলেন শাহরুখ। চোখে তার সেই চেনা দুষ্টু হাসি, মুখে সরাসরি জবাব, ‘আমি নিক জোনাস হতে চাই।’
উপস্থিত দর্শক থেকে শুরু করে স্ত্রী গৌরি খান পর্যন্ত হাসিতে ফেটে পড়েন। পাশে বসে থাকা প্রিয়াঙ্কাও লাজুক হেসে সেই মুহূর্তের সৌন্দর্য আরও বাড়িয়ে দেন।
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় হাস্যরসের ঢেউ। কেউ মজা করে বলেন, ‘শাহরুখ বাদশা তো রসিকতারও রাজা!’ আরও অনেকে লেখেন, ‘পুরো অনুষ্ঠানটাই উজ্জ্বল হয়ে উঠল এই এক লাইনের উত্তরেই।’
শাহরুখ ও প্রিয়াঙ্কার সম্পর্ক একসময় বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। তবে তারা সবসময়ই একে অপরকে সম্মান জানিয়েছেন এবং পেশাদার জায়গাটিকে অটুট রেখেছেন। ‘ডন’ ও ‘ডন ২’—এই দুটি সুপারহিট ছবিতে তাদের রসায়ন দর্শকদের মনে গেঁথে আছে।
প্রসঙ্গত, ২০১৮ সালে বলিউড-হলিউড মিশ্রণে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-অভিনেতা নিক জোনাস। তাদের জুটি আজও নানা আলোচনার জন্ম দেয়, বিশেষ করে সাংস্কৃতিক ভিন্নতা এবং ভালোবাসার গভীরতার দৃষ্টান্ত হিসেবে।
বলা যায়, শাহরুখের এই মন্তব্য একদিকে যেমন নিছক রসিকতা, অন্যদিকে তেমনই বলিউডে বন্ধুত্ব, শ্রদ্ধা আর খোলামেলা হাসির এক দুর্লভ মুহূর্ত। পর্দার বাইরেও যে তারকা কেমন অনায়াসে মানুষকে হাসাতে পারেন, শাহরুখ খান যেন তার উজ্জল প্রমাণ।