Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ওর ভিতরের সিস্টেম খারাপ ছিল’— শেফালির মৃত্যু প্রসঙ্গে বাবা রামদেব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ জুলাই ২০২৫ ০০:১২ | আপডেট: ৪ জুলাই ২০২৫ ০৯:১১

বলিউডের ‘কাঁটা লাগা’ গানে যিনি একসময় ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা না ফেরার দেশে পাড়ি জমালেন। শুক্রবার (২৭ জুন) রাতে মাত্র ৪২ বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী মারা যান। সেদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির।

শেফালি জারিওয়ালার এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত। মাত্র ৪২ বছর বয়সে এমন পরিণতি মানতে পারছেন না কেউই। ‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে যৌবন ধরে রাখার জন্য ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়।

বিজ্ঞাপন

এদিকে, শেফালির মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন ভারতের যোগব্যায়ামের জনপ্রিয় গুরু বাবা রামদেব। সম্প্রতি ভারতের এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মন্তব্য করেছেন তিনি। বাবা রামদেবকে শেফালির আকস্মিক মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি হার্ডওয়্যার এবং সফ্টওয়্যারের উদাহরণ দেন। তিনি বলেন যে, ‘হার্ডওয়্যার ঠিক ছিল, সফ্টওয়্যার খারাপ ছিল। বাহ্যিক ভাবে তিনি ঠিক ছিলেন কিন্তু তার সিস্টেম ভিতর থেকে খারাপ ছিল।’

শেফালির মৃত্যু প্রসঙ্গে বাবা রামদেব বলেন, ‘হার্ডওয়্যার ঠিক ছিল, সফ্টওয়্যার খারাপ ছিল। বাহ্যিক ভাবে তিনি ঠিক ছিলেন কিন্তু তার সিস্টেম ভিতর থেকে খারাপ ছিল।’

শেফালির মৃত্যু প্রসঙ্গে বাবা রামদেব বলেন, ‘হার্ডওয়্যার ঠিক ছিল, সফ্টওয়্যার খারাপ ছিল। বাহ্যিক ভাবে তিনি ঠিক ছিলেন কিন্তু তার সিস্টেম ভিতর থেকে খারাপ ছিল।’

এই প্রসঙ্গে বাবা রামদেব আরও বলেন যে, ‘একজন ব্যক্তির তার খাদ্যাভ্যাসের গুরুত্ব বোঝা উচিত। তা না হলে হার্ট, ব্রেন, চোখ এবং লিভারের উপর অনেক চাপ পড়ে। যদি একজন ব্যক্তি তার খাদ্যাভ্যাস সঠিক রাখেন এবং স্বাস্থ্যের প্রতি নজর দেন, তাহলে তিনি ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।’

শেফালির মৃত্যু প্রসঙ্গে তিনি হার্ডওয়‍্যার এবং সফটওয়্যারের কথা উল্লেখ করে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তিনি বলেন, ‘একজন মানুষের ভেতর থেকে সুস্থ থাকাও গুরুত্বপূর্ণ। ওর হার্ডওয়্যার ঠিক ছিল, কিন্তু সফটওয়্যারে সমস্যা ছিল। বাহ্যিক ভাবে তিনি ঠিক ছিলেন কিন্তু তার সিস্টেম ভিতর থেকে খারাপ ছিল। কোনও মানুষেরই তার শরীরের প্রাকৃতিক চক্রের উপর হস্তক্ষেপ করা উচিত নয়। কখনও কখনও ফলাফল ভালো হয় না। শুধু তাই নয়, এটা হার্ট অ্যাটাকের কারণও হতে পারে।’

সারাবাংলা/এএসজি

বাবা রামদেব শেফালি জারিওয়ালা শেফালি জারিওয়ালার মৃত্যু