Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ আসছে টিভির পর্দায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ জুলাই ২০২৫ ১৪:৫৮

বাংলাদেশের সমসাময়িক নাট্যজগতের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ‘ব্যাচেলর পয়েন্ট’। টানা চারটি সিজনের পর দীর্ঘ অপেক্ষা শেষে ফিরেছে জনপ্রিয় এই ধারাবাহিকের পঞ্চম সিজন— আর তা যেন আগের চেয়েও বড়, মজার এবং দর্শকপ্রিয়তায় পরিপূর্ণ।

ঈদুল আজহার রাতেই একসঙ্গে ৮ পর্ব প্রচার করে বঙ্গ অ্যাপে সিজন ৫-এর যাত্রা শুরু হয়। মাত্র ৪০ টাকায় প্রথম ৮ এপিসোড দেখে নিয়েছেন হাজারো দর্শক। কিন্তু টাকায় নয়, মনের ভালোবাসায় নাটক দেখতে চাওয়া দর্শকদের জন্য এবার বড় খবর— ব্যাচেলর পয়েন্ট সিজন ৫ এবার আসছে টেলিভিশনের পর্দায়।

১০ জুলাই থেকে চ্যানেল আইয়ে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে সম্প্রচার হবে নাটকটি। ধারাবাহিকটির মোট পর্ব সংখ্যা ১২০, প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট।

বিজ্ঞাপন

এবারও আছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, মনিরা মিঠুসহ দর্শকপ্রিয় শিল্পীরা। তবে সিজন ৫-এ চরিত্রগুলোর জীবনে এসেছে পরিবর্তন, গল্পে এসেছে ভিন্নতা, আর সংলাপে আছে আগের মতোই মজার ছোঁয়া।

সিজন ৫ পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। দর্শকদের আবেগ, হাসি, বাস্তবতা আর নাটকীয়তার নিখুঁত মিশেলে তিনি এই সিজনেও বুনেছেন এমন এক কাহিনি, যেখানে বন্ধুতা, প্রেম, ভুল-বোঝাবুঝি আর জীবনের রঙিন টানাপড়েন একসঙ্গে ধরা দেয় পর্দায়।

এখনকার ব্যাচেলর জীবন মানেই শুধু মজা নয়— চাপ, দায়িত্ব, ভালোবাসা, সামাজিক বাস্তবতা—সবকিছুর মিশেল। এই নাটকে প্রতিটি পর্ব যেন শহুরে তরুণদের জীবনের এক খণ্ড চিত্র। কখনো গড়গড় হাসি, কখনো চিন্তার খোরাক, কখনো চোখে জল— এই বৈচিত্র্যই তো ব্যাচেলর পয়েন্টের সত্যিকারের শক্তি।

শুধু নাটক নয়, ব্যাচেলর পয়েন্ট হয়ে উঠেছে এক ধরনের সংস্কৃতি। সোশ্যাল মিডিয়া থেকে আড্ডা, ক্যাম্পাস থেকে অফিস ক্যান্টিন—নাটকের সংলাপ, চরিত্র আর ঘটনা হয়ে উঠেছে আলোচনার অংশ।

২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। শুরু থেকে প্রতিটি সিজনই ব্যাপক সাড়া ফেলে দর্শকের মাঝে। আর সিজন ৪ শেষ হতেই শুরু হয় দর্শকের সিজন ৫-এর জন্য অপেক্ষা।

সারাবাংলা/এফএন/এএসজি

ব্যাচেলর পয়েন্ট সিজন ৫