বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যদি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের অ্যাকশন-থ্রিলারে অভিনয় করেন, তাও আবার দারুণ রহস্যময় এক লুকে— তাহলে তো মাতামাতি হবেই! আর সেই প্রত্যাশাই পূরণ করলো আসন্ন সিনেমা ‘কুলি’-এর ফার্স্ট লুক পোস্টার, যেখানে এক ঝলকেই দর্শকের মনে ঝড় তুলেছেন আমির খান।
‘কুলি’ সিনেমায় আমির খানের চরিত্রের নাম ‘দহ’। যদিও এটি একটি ক্যামিও চরিত্র, তবে প্রকাশিত ফার্স্ট লুকে তার উপস্থিতি একেবারেই শক্তিশালী ও নজরকাড়া। সাদা-কালো ফ্রেম, চোখে সানগ্লাস, মুখে চুরুট, গাঢ় অভিব্যক্তি— এমন আমির খানকে আগে দেখা যায়নি বললেই চলে। পোস্টারে যেন মুখে কোনো সংলাপ ছাড়াই চরিত্রটি অনেক কিছু বলে দিচ্ছে।
নেটিজেনদের প্রতিক্রিয়াতেও তার প্রতিফলন—কেউ লিখছেন ‘বহু প্রতীক্ষিত চরিত্র’, আবার কেউ বলছেন ‘লোকেশ কানাগরাজের পরিচালনায় আমির খান—এটা স্বপ্নের মতো!’
সিনেমাটির পরিচালনায় রয়েছেন দক্ষিণ ভারতের হিট নির্মাতা লোকেশ কানাগরাজ, যিনি ইতোমধ্যে ‘ভিক্রম’, ‘কাইথি’র মতো সিনেমা দিয়ে থ্রিলার-অ্যাকশন ঘরানায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার তার ক্যামেরার সামনে এক ফ্রেমে পাওয়া যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুন, উপেন্দ্র, শ্রুতি হাসানসহ একঝাঁক তারকা।
ছবিটি শুধুই তারকাবহুল নয়, বরং এটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে ব্যয়বহুল ভারতীয় ছবি, যার বাজেট প্রায় ৩৭৫ কোটি রুপি! আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘কুলি’, একসঙ্গে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায়। ঈদের ঠিক পরপরই ভারতীয় উপমহাদেশের বক্স অফিসে ঝড় তুলতে প্রস্তুত এই মেগা প্রজেক্ট।
‘লাল সিং চাড্ডা’র পর বড়পর্দায় অনুপস্থিত আমির খান, এবার ফিরছেন সীমিত পরিসরে হলেও ভিন্ন মেজাজে। ভক্তদের কাছে এই লুক যেন তার নতুন যাত্রার সূচনা। সাধারণ দর্শকের পাশাপাশি সিনেমাপ্রেমী মহলে প্রশ্ন—এই ‘দহ’ চরিত্র কি আমিরের ক্যারিয়ারে নতুন অধ্যায় রচনা করবে?