ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও ভক্তদের চমকে দিলেন নতুন এক রূপে। বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি— ছেলে রাজ্যকে সঙ্গে নিয়েই। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের উঁচু ভবনের ছায়ায় দাঁড়িয়ে খোলা চুলে, সাদা টাওয়েল জ্যাকেট পরে পরী যেন হয়ে উঠেছেন সম্পূর্ণ নতুন এক অভিব্যক্তির প্রতিচ্ছবি।
গতকাল রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে দেখা যায়, কালো ইনারের ওপর সাদা টাওয়েল জ্যাকেট পরে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন পরীমণি। ফ্রেমে ধরা পড়েছে শহরের গগনচুম্বী বিল্ডিংয়ের পাশে একরাশ স্বপ্নময়তা আর স্বাধীনতার নিঃশ্বাস। তার চুলে বাতাস খেলা করছে, আর সেই মুহূর্তে তিনি যেন ভক্তদের সামনে তুলে ধরেছেন নিজের এক নতুন দিক— শান্ত, আত্মনিমগ্ন ও শিল্পিত।
ছবিগুলোর ক্যাপশন ছিল শুধু একটি প্রজাপতির ইমোজি— যা এই নতুন রূপের সঙ্গে যেন এক অপূর্ব সাযুজ্য তৈরি করে। প্রজাপতির মতোই বদলে যাওয়া, হালকা ও মুক্ত পরী যেন নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন এই সফরে।
এই পোস্ট ভাইরাল হতে সময় নেয়নি একেবারেই। মাত্র ১৪ ঘণ্টায় ৭৯ হাজারের বেশি রিঅ্যাকশন, ৯ হাজারেরও বেশি মন্তব্য আর প্রায় ২০০ শেয়ারে ভরে যায় ফেসবুক পোস্টটি। মন্তব্য ঘর জুড়ে ভক্তদের প্রশংসা, প্রেম, অনুপ্রেরণা আর কিছুটা বিস্ময়— ‘এতো সুন্দর অনুভূতির ছবি হতে পারে!’ কিংবা ‘মালয়েশিয়ার আকাশের নিচে তুমি যেন আরও উজ্জ্বল!’
পরীমণি এর আগেও মালয়েশিয়ার বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। কখনও ছেলেকে নিয়ে হাঁটতে বের হওয়া, কখনও হোটেলের বারান্দা থেকে শহর দেখা, আবার কখনও ছেলের সঙ্গে ছোট ছোট ভিডিও ক্লিপ। সব মিলিয়ে এটি যেন শুধুই একটি সফর নয়, বরং পরীমণির জন্য এক ধরনের আত্মিক পুনর্জাগরণের যাত্রা।