Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের সিনেমায় বিদেশি নায়িকা, সমালোচনায় দীপা খন্দকার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ জুলাই ২০২৫ ১৯:৫১

বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খান প্রতি ঈদেই বড় পর্দায় দর্শকদের জন্য নতুন চমক নিয়ে হাজির হন। এবারে ২০২৬ সালের ঈদুল ফিতরের জন্য নির্মাতা আবু হায়াত মাহমুদের পরিচালনায় তৈরি হতে যাওয়া একটি সিনেমা নিয়ে শুরু হয়েছে বিতর্ক— আর সেই বিতর্কের কেন্দ্রে টলিউডের অভিনেত্রী মধুমিতা সরকার। শাকিবের বিপরীতে তার সম্ভাব্য কাস্টিং ঘিরেই নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

দীপা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রশ্ন তুলে দেন— ‘বাংলাদেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই?’ তার এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়। ফেসবুক পোস্টে দীপা আরও লেখেন, ‘আমি চাই আমার দেশের উন্নতি হোক, আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক, আর্টিস্টদের লাভ হোক।‘ এভাবেই এক অনন্য কণ্ঠে ফুটে উঠেছে স্থানীয় শিল্পীদের জন্য জায়গা করে দেওয়ার দাবি।

বিজ্ঞাপন

দীপার বক্তব্যে শুধু একজন বিদেশি নায়িকার কাস্টিং নিয়েই আপত্তি নয়, বরং পুরো ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ভাবনার অভাবের কথাও উঠে এসেছে। তিনি বলেন, ‘যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না, তা-ও যদি বিদেশি শিল্পীদের দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের আর্টিস্টদের জন্য আসলে কী থাকে?’

বাংলাদেশের সিনেমায় আজ যখন একের পর এক নতুন মুখ উঠে আসছে, তরুণী নায়িকারা নিজেকে প্রমাণ করছেন, তখন বাইরে থেকে ‘সেলিব্রিটি মুখ’ এনে মূল চরিত্রে বসিয়ে দেওয়ার বিষয়টি অনেকের কাছেই খোঁচা লেগেছে।

দীপার পোস্টে সাধারণ দর্শকরাও দারুণভাবে সাড়া দিয়েছেন। অনেকে লিখেছেন, ‘বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়ে গুলারে তুলে নিয়ে আসে কেন?’ কেউ নাম উল্লেখ করে বলেন, ‘বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়া, তুশি—সবাই তো এখনকার ভালো পারফর্মার। তারা কি কম মেধাবী?’

এই সিনেমাটি যদি যৌথ প্রযোজনার হতো, তাহলে আন্তর্জাতিক কাস্টিংকে অনেকেই যৌক্তিক ভাবতেন। কিন্তু শুধুই বাংলাদেশের প্রযোজনায় নির্মিত একটি সিনেমায় বিদেশি শিল্পী কেন— এই প্রশ্নটা উঠেছে বারবার। দীপার বক্তব্য সেই প্রশ্নেরই প্রতিধ্বনি।

সারাবাংলা/এফএন/এএসজি

দীপা খন্দকার শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর