ফের আইনি ঝামেলায় জড়িয়েছেন দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত তার আত্মজীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ নিয়ে এবার ৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছে ভারতীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘চন্দ্রমুখী’র কিছু ফুটেজ, যা নাকি এই ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে সংশ্লিষ্টদের কোনো অনুমতি ছাড়াই।
এপি ইন্টারন্যাশনাল, যাদের মালিকানায় রয়েছে ‘চন্দ্রমুখী’ ছবির স্বত্ব, তারা দাবি করেছে— রাজিনীকান্ত ও নয়নতারা অভিনীত ঐ ছবির বেশ কিছু দৃশ্য ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারিতে ব্যবহৃত হয়েছে অনুমতি ছাড়াই। এ বিষয়ে তারা একাধিকবার নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ ও নয়নতারাকে আইনি নোটিশ পাঠালেও তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শেষমেশ তারা মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছে এবং আদালত তাদের পক্ষে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। নির্দেশে বলা হয়েছে— ‘চন্দ্রমুখী’ ছবির দৃশ্য ডকুমেন্টারি থেকে মুছে ফেলতে হবে। নেটফ্লিক্স ও নির্মাতা প্রতিষ্ঠানকে জানাতে হবে, এই ডকুমেন্টারি থেকে এখন পর্যন্ত মোট কত আয় হয়েছে।
এর আগেও নয়নতারার এই ডকুমেন্টারির বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জনপ্রিয় অভিনেতা ধানুশ। তিনি দাবি করেছিলেন, তার প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজও অনুমতি ছাড়া ব্যবহৃত হয়েছে। তিনিও নোটিশ পাঠিয়েছিলেন নির্মাতাদের উদ্দেশে।
এখন পর্যন্ত নয়নতারা কিংবা তার টিম বা নির্মাতা প্রতিষ্ঠান টার্ক স্টুডিওজ— কারো পক্ষ থেকেই এই মামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৪ সালের ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ড্রিমস’ ডকুমেন্টারিটি মুক্তির পর থেকেই বিভিন্ন মহলে প্রশংসিত হলেও এর ওপর বিতর্ক ও আইনি সংকটের ছায়া দীর্ঘ হচ্ছে। এই পরিস্থিতি নয়নতারার পেশাগত ভাবমূর্তিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।