Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিল ছবিতে শাহরুখ খান!


২ জুলাই ২০১৯ ১৭:০৪ | আপডেট: ২ জুলাই ২০১৯ ১৮:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো তামিল ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তামিল ‘বিগিল’ ছবিতে অভিনয় করবেন তিনি। তবে নায়ক চরিত্রে নন। বিশেষ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন তামিল তারকা বিজয়। তার বিপরীতে থাকবেন নয়নতারা।

সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, তামিল ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ খানকে প্রস্তাব দেয়া হয়েছে। আগে কখনো শাহরুখ খান তামিল ছবিতে অভিনয় করেননি। কিন্তু ছবিতে বিজয় ও এ আর রহমান থাকার কারণে তিনি অভিনয় করতে রাজি হয়েছেন।


আরও পড়ুন :  আট শিল্পী পেলেন জাতীয় চারুকলা পুরস্কার


বন্ধুত্বের খাতিরে শাহরুখ খান কিছু বলিউড ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সেসব কেবলই অনুরোধে ঢেঁকি গেলা। এ পর্যন্ত শাহরুখ খান ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ৩২টি ছবিতে।

বিজ্ঞাপন

শাহরুখ খান বলেন, আমি বন্ধুত্বের জন্য বিশেষ চরিত্রে অভিনয় করেছি। আমি যখন অতিথি চরিত্রে অভিনয় করি তখন আমার চরিত্র কেমন যেন বদলে যায়। এর ওপর অবশ্য আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তবুও আমি বিশেষ চরিত্রে অভিনয় করতে চাই কেবলমাত্র বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখতে।

সারাবাংলা/আরএসও/পিএ


আরও পড়ুন :

.   বায়োপিক ছবিতে ইমরান হাশমি

.   ‘মৃত্যুপুরী’ এখন ‘অন্ধকার রাজত্ব’, শুরু হচ্ছে শুটিং


তামিল নয়নতারা বিগিল বিজয় শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর