২০২৫-এর শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সিদ্ধার্থ ও কিয়ারার হাতের উপর রাখা সাদা রঙের একজোড়া ছোট্ট মোজা’র ছবি দিয়ে পোস্ট দিয়েছিলেন তারা। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।‘ সন্তান আসার সুখবর জানানোর পর ক্যামেরার সামনে মাঝেমাঝে দেখা দিয়েছেন কিয়ারা। অন্যদিকে চিকিৎসকের কাছে গেলে সিদ্ধার্থ বরাবর আগলে রেখেছেন কিয়ারাকে।
শনিবার (১২ জুলাই) সিদ্ধার্থ ও কিয়ারা ফের গিয়েছিলেন চিকিৎসকের কাছে। আর সেখানেই তাদের ছবি তোলার জন্য রীতিমতো পাপারাজ্জিরা হুড়োহুড়ি শুরু করে দেয়। আর প্রতিবারের মতোই এবারেও কিয়ারাকে নিয়ে সাবধানতার সঙ্গে ঢুকে যান হাসপাতালে। ছাতার আড়ালে নিজেকে আগলে নিয়ে কিয়ারাও সোজা চলে যান হাসপাতালের ভিতর। সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে নেটপাড়ায় সেই ভিডিও। অনেকেই ধারণা করছেন তাহলে কি আর কিছু সময়ের অপেক্ষা? সিদ্ধার্থ-কিয়ারার সন্তান কি আজই আসবে? নাকি সন্তান আসার আগে রুটিন চেকআপে এসেছেন কিয়ারা?
২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের দু’বছরের মাথাতেই সুখবর শোনাচ্ছেন তারকা দম্পতি। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে ছুটি নিয়েছেন কিয়ারা। একইসঙ্গে মাতৃত্বের এই পথচলাও রীতিমতো উপভোগ করছেন তিনি।