Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেক প্রজাতন্ত্রে আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশি সিনেমা ‘বালুর নগরীতে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৩ জুলাই ২০২৫ ১৪:০৪

চলচ্চিত্র অঙ্গনে আবারও বাংলাদেশের বড় অর্জন। চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তরুণ নির্মাতা মাহদী হাসান পরিচালিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘বালুর নগরীতে—স্যান্ড সিটি’।

গত ৪ জুলাই শুরু হয়ে ১২ জুলাই শেষ হওয়া এই উৎসবটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশের নামকরা নির্মাতা ও সিনেমার মাঝে বাংলাদেশের এই সিনেমাটি ‘প্রক্সিমা বিভাগে’ সেরা পুরস্কার অর্জন করে নেয়, যা নিঃসন্দেহে দেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্য এক ঐতিহাসিক মাইলফলক।

পুরস্কারের সঙ্গে জুড়ে আছে ১৫ হাজার মার্কিন ডলার আর্থিক সম্মাননা। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিক বিচারকমণ্ডলী ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। তাদের ভাষায়, ‘একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।’

বিজ্ঞাপন

মাহদী হাসান এর আগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। তবে ‘বালুর নগরীতে’ সিনেমার এই আন্তর্জাতিক স্বীকৃতি তার ক্যারিয়ারে এক নতুন দিগন্ত উন্মোচন করল। একইসঙ্গে এটি বাংলাদেশের বিকল্পধারার সিনেমার জন্যও বিশ্ব দরবারে একটি গর্বের স্থান তৈরি করল।

এই অর্জন শুধু একজন নির্মাতার নয়, বরং স্বাধীনভাবে কাজ করা বাংলাদেশের সব চলচ্চিত্রকর্মীর প্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

সারাবাংলা/এফএন/এএসজি

চেক প্রজাতন্ত্রে আন্তর্জাতিক স্বীকৃতি বালুর নগরীতে সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর