মারা গেলেন বর্ষীয়ান তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রোববার (১৩ জুলাই) ভারতের হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। অভিনয়ের কেরিয়ারে চার দশকেরও বেশি সময়ে সব মিলিয়ে ৭৫০-এরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
১৯৭৮ সালে তেলুগু ছবি ‘প্রণাম খারিদু’তে অভিনয়েই তার রুপোলি পর্দায় অভিষেক। এরপর একের পর এক ছবিতে কখনও চরিত্রাভিনেতা, কখনও খল চরিত্রে দেখা গিয়েছে তাকে। পরবর্তী সময়ে তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ছবিতেও কাজ করেছেন।

বর্ষীয়ান তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
ফিল্মি কেরিয়ারে অসংখ্য ছবিতে তার অভিনয় মন কেড়েছে দর্শকের। যার মধ্যে অন্যতম ‘রক্ত চরিত্র’ (২০১০), ‘ইডিয়ট’ (২০০২), ‘গণেশ’ (১৯৯৮), ‘গোবিন্দা গোবিন্দা’ (১৯৯৩) প্রভৃতি। তবে বলিউডের দর্শকরা তাকে মনে রেখেছেন ‘সরকার’ ছবিতে দুরন্ত অভিনয়ের জন্য। রামগোপাল ভার্মা পরিচালিত ছবিটিতে ‘সিলভার মণি’ চরিত্রে অমিতাভ বচ্চনের সামনে দাপটে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে।
খ্যাতনামা এই অভিনেতা ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হন। অভিনয়ের পাশাপাশি বিজেপির বিধায়ক হিসেবে রাজনীতিও করেছিলেন তিনি।