দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের নক্ষত্রপতন। বর্ষীয়ান অভিনেতা কোটা শ্রীনিবাস রাও-এর মৃত্যুর পরদিনই মারা গেলেন দক্ষিণের আরেক কিংবদন্তি অভিনেত্রী বি সরোজাদেবী। সোমবার (১৪ জুলাই) সকালে বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানান, দক্ষিণী তারকা ও রাজনীতিক খুশবু সুন্দর। তিনি লেখেন, ‘সিনেমার স্বর্ণালী যুগ অবসানের পথে। সরোজাদেবী আম্মা সবসময়ই সেরা ছিলেন। দক্ষিণের আর কোনও অভিনেত্রী তার মতো নাম, যশ পাননি। কী মায়া ভরা ছিলেন তিনি। তার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল। তার সঙ্গে আর দেখা না হলে আমার বেঙ্গালুরু সফর অসম্পূর্ণই থেকে যাবে। আমি যখন চেন্নাইতে থাকতাম উনি ফোন করতেন। খুব অভাববোধ করব। আত্মার শান্তিকামনা করি।’
মাত্র ১৭ বছর বয়সে কন্নড় সিনেদুনিয়ায় অভিষেক সরোজাদেবীর। ১৯৫৫ সালে ‘মহাকবি কালীদাস’ ছবির মাধ্যমে জনপ্রিয়তা পান তিনি। প্রথম ছবিতে জাতীয় পুরস্কারও পান অভিনেত্রী। বিনোদুনিয়ায় একের পর এক সাড়া জাগানো কাজ করেছেন এই দক্ষিণী অভিনেত্রী। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় মিলিয়ে দুই শতাধিকেরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডে দিলীপ কুমার, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে দিলীপ কুমারের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল তার।