Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিব খানের ‘মিশন হলিউড’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৬:২০

‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’— বিমানের জানালার পাশে বসে, মাথায় লুলুলেমন ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে রহস্যময় হাসি নিয়ে এমনই এক ক্যাপশন লিখে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করলেন ঢালিউড কিং শাকিব খান। মুহূর্তেই সেই পোস্ট ভাইরাল।

কারণ, এটা শুধু একটি সফর নয়, এটা হতে পারে ‘মিশন হলিউড’— যার দিকে তাকিয়ে আছে লাখো ভক্ত ও সমালোচকের চোখ।

এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খানের নতুন ছবি ‘তাণ্ডব’ শুধু বক্স অফিসে নয়, আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নেয় তার ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার উপস্থাপনার জন্য। রায়হান রাফীর পরিচালনায় তৈরি ছবিটি স্থানীয় সিনেপ্রেমীদের দারুণভাবে নাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

তবে সিনেমাটির আসল চমক এসেছে এর আন্তর্জাতিক রিলিজ ঘিরে। যুক্তরাষ্ট্রের হিউস্টন, ক্যালিফোর্নিয়া, বোস্টন, অরল্যান্ডো, স্যাক্রামেন্টোসহ অন্তত ১০টি শহরে ছবিটি মুক্তি পেয়েছে ১১ জুলাই থেকে। আর ঠিক তার দুই দিন পরই শাকিব উড়াল দিয়েছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

প্রশ্ন এখন একটাই— শাকিব কি শুধু প্রিমিয়ারে অংশ নিতে গেছেন, না কি এই সফরের পেছনে আছে আরও বড় কোনো উদ্দেশ্য?

সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেছে আগেই। বাংলাদেশি-মার্কিন নির্মাতা আসিক আকবর গত মার্চে জানিয়েছিলেন, শাকিব খানকে নিয়ে একটি হলিউড থ্রিলার বানাতে চান তিনি। স্ক্রিপ্ট তৈরি চলছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত হবে শাকিবের যুক্তরাষ্ট্র সফরের সময়ই।

তাই এখন জল্পনা তুঙ্গে— হলিউডের থ্রিলার ঘরানার সিনেমায় হয়তো শাকিবকেই দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। একটি প্রোডাকশন হাউস ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’— বিমানের জানালার পাশে বসে, মাথায় লুলুলেমন ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে রহস্যময় হাসি নিয়ে এমনই এক ক্যাপশন লিখে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করলেন ঢালিউড কিং

‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক!’— বিমানের জানালার পাশে বসে, মাথায় লুলুলেমন ক্যাপ, চোখে সানগ্লাস আর মুখে রহস্যময় হাসি নিয়ে এমনই এক ক্যাপশন লিখে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করলেন ঢালিউড কিং

শুধু আন্তর্জাতিক প্রজেক্ট নয়, দেশীয় বাজারেও শাকিব খান রয়েছেন আলোচনায়। শোনা যাচ্ছে, নব্বইয়ের দশকের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী নিয়ে নির্মিতব্য একটি সিনেমায় এই চরিত্রে অভিনয় করবেন তিনি। চরিত্রটি শাকিবের ক্যারিয়ারে এক নতুন বাঁক আনতে পারে বলেই মনে করছেন অনেকে।

গভীরতা, রহস্য এবং বাস্তব নির্ভর ভয়ানক কাহিনি— সব মিলিয়ে এটি হতে পারে শাকিবের ক্যারিয়ারের অন্যতম সাহসী চরিত্র।

বহুদিন ধরেই ঢাকাই সিনেমার দর্শক ও বিশ্লেষকরা স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক মানের বাংলা সিনেমার। শাকিব খান সেই স্বপ্নকে বাস্তবের আলোয় আনতে পারলে তা হবে গোটা ইন্ডাস্ট্রির জন্য যুগান্তকারী ঘটনা।

কেননা, এদেশের তারকারা সাধারণত ভারতের টালিউড কিংবা বলিউড পর্যন্তই পৌঁছাতে চান। কিন্তু শাকিবের নজর এবার সরাসরি হলিউডে।

এটি হয়তো শুধু তার নিজের ক্যারিয়ারের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার বাংলা সিনেমার জন্য এক ‘গেম চেঞ্জার’ মুহূর্ত হয়ে উঠতে পারে।

শাকিব খানের এই সফর এখনো রহস্যে ঘেরা। তার ভক্তরা যেমন আশায় বুক বাঁধছেন, তেমনি শোবিজ অঙ্গনে কেউ কেউ আশঙ্কা করছেন, এটি যেন না হয় শুধুই আলো ছড়ানো এক তাৎক্ষণিক প্রচারণা।

তবে একথা সত্য, শাকিব খান যে কোনো প্রচারণাকে কাজের মাধ্যমে প্রমাণে আগ্রহী— তা তিনি বহুবার দেখিয়েছেন।

তাই হয়তো এবার তার ভাষায় বলা, ‘রোমাঞ্চ যাত্রা শুরু হোক’— এই বার্তাটি আসলে এক নতুন অধ্যায়ের সূচনা।

শাকিব খান যদি সত্যিই হলিউডের পথে পা রাখতে পারেন, তাহলে তিনি হবেন বাংলাদেশের সিনেমার ইতিহাসে সেই প্রথম নায়ক, যিনি স্থানীয়তার গণ্ডি পেরিয়ে সত্যিকারের আন্তর্জাতিকতায় প্রবেশ করবেন। এখন সময় বলবে, এই মিশন কেবল ‘তাণ্ডব’-এর প্রিমিয়ার, না কি বাংলার সিনেমার বৈশ্বিক রূপান্তরের প্রথম দৃশ্য!

সারাবাংলা/এফএন/এএসজি

মিশন হলিউড শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর