Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তুমি মক্কায়, আমার জন্য দোয়া করো’, অভিনেত্রী হুমায়রার শেষ বার্তা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ জুলাই ২০২৫ ১৮:১১

পাকিস্তানের করাচির একটি আবাসিক ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা আসগরের পচাগলা মরদেহ। দীর্ঘ ৯ মাস পর তার মৃত্যু সংবাদ সামনে আসায় তোলপাড় শুরু হয়েছে দেশটির বিনোদন অঙ্গনে।

প্রথমে ধারণা করা হচ্ছিল, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু হয়েছে দুই সপ্তাহ আগে। তবে ময়নাতদন্তে উঠে আসে ভয়ংকর সত্য— অনেক আগেই, প্রায় ৯ মাস আগে মারা গিয়েছিলেন হুমায়রা। দীর্ঘ সময় ফ্ল্যাটে পড়ে থাকায় তার শরীরে ধরে পোকা, পচে গেছে মাংস ও মস্তিষ্ক।

তবে প্রশ্ন উঠছে— এতদিন ধরে কেন কেউ খোঁজ নেননি এই অভিনেত্রীর? কেনই বা পরিবার থেকেও কেউ তার খোঁজ নেয়নি? ঠিক সেই মুহূর্তে ভাইরাল হয় হুমায়রার শেষ ভয়েস নোট, যা তিনি পাঠিয়েছিলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু দুর-এ-শেহওয়ারকে।

বিজ্ঞাপন

ওই বার্তায় হুমায়রাকে বলতে শোনা যায়, ‘আমি দুঃখিত, আমি একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে ঘুরছিলাম। খুব খুশি হয়েছি শুনে যে তুমি মক্কায় আছো। আমার জন্য অনেক দোয়া করো প্লিজ। তোমার এই কিউটি বন্ধু কিংবা বোনের জন্য মন থেকে অনেক দোয়া করবে। আমার ক্যারিয়ারের জন্যও দোয়া করবে।‘

হুমায়রার সঙ্গে বন্ধুত্বের দূরত্ব ও পারিবারিক বিচ্ছিন্নতা নিয়েই এখন নানা গুঞ্জন। অভিনেত্রী দীর্ঘদিন ভাড়াও দেননি বলেও জানা যায়। ওই আবাসনের মালিক শেষমেশ মামলা করেন তার বিরুদ্ধে। কিন্তু হুমায়রার হদিস না মেলায় পুলিশ ফ্ল্যাটে হানা দেয় এবং তখনই উদ্ঘাটিত হয় মৃত্যুর খবর।

এ ঘটনায় শোবিজ অঙ্গনে সৃষ্টি হয়েছে এক ধরনের শূন্যতা ও আতঙ্ক। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে বলছেন, এটা শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং একটি সমাজের নিঃসঙ্গতার প্রতিচ্ছবি।

সারাবাংলা/এফএন/এএসজি

অভিনেত্রী হুমায়রা