সিরিয়ালের শুটিং বন্ধ করলেন কলকাতার শিল্পীরা
২ জুলাই ২০১৮ ১৯:৪৭
এন্টারটেইনমেন্ট ডেস্ক।।
বাংলাদেশে কলকাতার সিরিয়ালের জনপ্রিয়তা তুমুল। সন্ধ্যা হলেই এদেশের ঘরে ঘরে রিমোট হাতে অনেকেই বসে পড়েন সিরিয়াল দেখতে। আর যারা কলকাতার সিরিয়ালের ভক্ত তাদের জন্য দুঃসংবাদ, সিরিয়ালের শুটিং বন্ধ করে দিয়েছেন সেখানকার শিল্পীরা।
ভারতীয় গণামাধ্যম থেকে পাওয়া তথ্যমতে দাবি দাওয়া আদায় না হওয়ার ক্ষোভে সোমবার টালিগঞ্জে সমস্ত শুটিংয়ের কাজ বন্ধ বন্ধ করে দিয়েছেন টেকনিশিয়ানরা। তাদের সাথে যোগ দিয়েছেন সিরিয়ালের অভিনয়শিল্পীরাও। তাদের ক্ষোভ মূলত শুটিংয়ের কোন নির্দিষ্ট সময় না থাকা। মাঝ রাত পর্যন্ত শুটিং করানো তারপর পরের দিন ভোরে আবার শুটিংয়ে ফেরা। যার কারণে টেকনিশিয়ান থেকে অভিনয়শিল্পীদের শারিরিক এবং মানসিক ধকলের মধ্য দিয়ে যেতে হয়। শুধু তাই নয়, কাজ শেষে টেকনিশায়নদের যাতায়াতের জন্য গাড়ি দেয়া হয় না।
গণমাধ্যমটি আরও জানায়, এসব সমস্যার কথা বার বার ফেডারেশনকে অবহিত করার পরও কোন রকম সমাধানের চেষ্টা করা হয়নি। তাই বাধ্য হয়ে শুটিং বন্ধ করেছে।
এদিকে সমস্যার সমাধান করতে খুব শিগগিরই ফেডারেশনের সাথে আলোচনায় বসার পরিকল্পনা করছে প্রযোজকরা। তবে কবে নাগাদ তাদের আলোচনা অুনষ্ঠিত হবে সেটা জানা যায়নি। টেকনিশয়ান থেকে আরম্ভ করে অভিনয়শিল্পীরা মনে করছেন প্রযোজকরা তাদের সুবিধার কথা বিবেচনা করে দাবি দাওয়া মেনে নেবে।
এদিকে সিরিয়ালের শুটিং বন্ধ হয়ে যাওয়ায় টেলিভিশন চ্যানেলগুলো ক্ষতির মুখে পড়েছে। সহসা সমস্যার সমাধান না হলে টেলিভিশন কর্তৃপক্ষ পুরোনো পর্ব প্রচার করবে বলে জানা গেছে।
সারাবাংলা/আরএসও/পিএম