Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রশ্নটি শাকিবকে করুন’: মিষ্টি জান্নাত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১৯:০৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। তাকে ঘিরে প্রেম, বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জনের যেন শেষ নেই। আর সাম্প্রতিক সময়ে সেই আলোচনায় সবচেয়ে বেশি উচ্চারিত নাম— মিষ্টি জান্নাত। তবে অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও তার আরেকটি পরিচয় আছে, তিনি একজন চিকিৎসক।

শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় যখন গুঞ্জনের ঢেউ উঠছে, তখন মিষ্টি জান্নাত এক সাক্ষাৎকারে স্পষ্ট করেই বললেন, “এই প্রশ্ন আমাকে না করে শাকিবকে করা উচিত।”

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে শাকিব ও মিষ্টির একসঙ্গে কিছু ছবি প্রকাশ পেতেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই জুটি। অনেকেই জানতে চান, কেন বারবার শাকিবের সঙ্গে ছবি পোস্ট করছেন মিষ্টি? এর নেপথ্যে কি কেবল বন্ধুত্ব, না কি অন্য কোনো সম্পর্ক?

বিজ্ঞাপন

মিষ্টির জবাব ছিল সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ। “আমি কোনো রহস্য নিয়ে কথা বলব না,”—এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইঙ্গিত দেন, কথা বলার জায়গাটি যেন তিনির নয়। বরং, তিনি বলেন, “শাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করুন, সে তো প্রেস মিটে যায়।”

যদিও একসময় শোনা যাচ্ছিল, শাকিবের জন্য পাত্রী খুঁজছে তার পরিবার এবং সেই পাত্রী চিকিৎসক—এমন খবরে নাম উঠে আসে মিষ্টি জান্নাতের। তারই ধারাবাহিকতায় দুয়ে দুয়ে চার মেলাতে গিয়ে অনেকেই ধরে নেন, তাদের মধ্যে কিছু একটা চলছে।

কিন্তু বাস্তবতা কি তা-ই? নাকি এটি ঢালিউডের চিরচেনা গুঞ্জন-নির্ভর প্রচার কৌশল?

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখা মিষ্টি জান্নাত অভিনয় করেছেন ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ একাধিক ছবিতে। কিন্তু জনপ্রিয়তার চেয়ে আলোচনায় তার নাম আসে অন্য কারণে— একজন অভিনেত্রী হয়েও তিনি চিকিৎসা পেশায় যুক্ত।

এই দ্বৈত পরিচয়ের জোরেই কি তিনি এখন মিডিয়া আলোচনার কেন্দ্রে? নাকি শাকিব খানের সঙ্গে ঘনিষ্ঠতা তাকে নতুন উচ্চতায় তুলে দিচ্ছে?

দর্শক ও পাঠকের একাংশ বলছেন, ব্যক্তি সম্পর্ক নিয়ে অনুচ্চার থাকাই ভালো। আবার কেউ কেউ বলছেন, শাকিব খান নিজেই হয়তো রহস্যের সূত্রটা খোলার সময় বুঝে নিচ্ছেন।

কিন্তু প্রশ্নটা থেকেই যায়—যদি সত্যিই কিছু না থাকে, তবে এই রেশ বারবার কেন?

সারাবাংলা/এফএন/এএসজি

মিষ্টি জান্নাত শাকিব খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর