Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পডকাস্ট ‘শি’ দিয়ে নতুন রূপে তোরসা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১৯:৪৬

একসময় যিনি ছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর আলোচিত মুখ, এবার তিনি ফিরছেন এক ভিন্ন ভূমিকায়—একজন উপস্থাপক হিসেবে। রাফাহ নানজিবা তোরসা এবার শুরু করছেন নারীর সাহস, সংগ্রাম, সাফল্য এবং স্বরের গল্প শোনানোর এক নতুন অভিযান—পডকাস্ট সিরিজ ‘শি’।

স্রেফ গ্ল্যামার আর প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে তোরসা বরাবরই চেষ্টা করেছেন নিজেকে সমাজ-সচেতন ও কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করতে। সেই প্রয়াসেই জন্ম নিয়েছে ‘শি’—একটি ব্যতিক্রমী ঘরানার পডকাস্ট, যেখানে উঠে আসবে নারীদের কথা, যারা সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রতিনিধি।

তোরসার উপস্থাপনায় নির্মিত এই পডকাস্টে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ও প্রগতিশীল নারীরা। প্রথম পর্বেই থাকছেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা, র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ, অভিনেত্রী সারিকা সাবরিন এবং কনটেন্ট ক্রিয়েটর রাবা খান।

বিজ্ঞাপন

তোরসা বলেন, “উপস্থাপনার অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু ‘শি’–এর প্রস্তাবটি বিশেষ কিছু ছিল। এটি নারীর কণ্ঠকে সামনে আনার একটি সুযোগ। এই প্ল্যাটফর্মে আমার মতো আরও অনেক নারীর ভাবনা, সংগ্রাম ও স্বপ্নের কথা উঠে আসবে, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”

বাংলাদেশে নারীর অবস্থান এখনও নানা দিক থেকে সীমাবদ্ধ। নারীরা যেখানে প্রতিদিন বাধা পেরিয়ে এগিয়ে চলেছেন, সেখানে তাদের গল্পগুলো ছড়িয়ে দেওয়া খুবই প্রয়োজন। ‘শি’ পডকাস্ট সেই কাজটিই করবে—আলোর নিচে নিয়ে আসবে অজানা, উপেক্ষিত কিংবা আড়ালে থাকা নারীদের অভিজ্ঞতা, সংগ্রাম ও সাফল্য।

এটি কেবল বিনোদনের জন্য নয়, এটি একটি সামাজিক উদ্যোগও। পডকাস্টটি নারীর অধিকার, সমতা, নেতৃত্ব এবং অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিতে চায়।

পডকাস্টটির স্ক্রিপ্ট লিখেছেন জেরিন তাসনিম রোজা, পরিচালনায় আরিফ অপু, আর প্রযোজনায় রয়েছেন খালেদ সজীব। আগামী ১৮ জুলাই থেকে এটি দেখা যাবে ‘কাহিনি’ ইউটিউব চ্যানেলে।

তোরসার মতে, ‘এই কাজটা আমার মনের খুব কাছের। নারী হয়ে নারীদের গল্প বলা, তাঁদের হাসি-কান্না ভাগ করে নেওয়ার অনুভবটাই আলাদা।’

এর আগে নানা কর্পোরেট ও টেলিভিশন শো-তে উপস্থাপনা করলেও ‘শি’ হচ্ছে তোরসার প্রথম পূর্ণাঙ্গ ও চিন্তাপ্রসূত উপস্থাপনা যাত্রা। মডেলিং, অভিনয় আর সৌন্দর্য প্রতিযোগিতার রঙিন দুনিয়া থেকে বের হয়ে তিনি এবার নারীর বাস্তবতা ও সাহসিকতার কণ্ঠস্বর হতে চাইছেন।

সারাবাংলা/এফএন/এএসজি

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফাহ নানজিবা তোরসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর