বলিউড সুপারস্টার সালমান খান মানেই স্টারডম, আলো ও বিতর্কের সমানুপাতিক সংমিশ্রণ। সিনেমা জগতের ‘ভাইজান’ খ্যাত এই অভিনেতা এবার নিজের ব্যক্তিজীবনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে সংবাদ শিরোনামে এসেছেন— তিনি বিক্রি করে দিয়েছেন তার বহু আলোচিত বান্দ্রার ফ্ল্যাটটি।
জুলাই ২০২৫-এর মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বান্দ্রার অভিজাত পালি ভিলেজে অবস্থিত ১,৩১৮ স্কয়ার ফুটের এই ফ্ল্যাটটি তিনি বিক্রি করেছেন প্রায় ৫ কোটি ৩৫ লাখ রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
এই সিদ্ধান্তের পেছনে সালমান খান বা তার ঘনিষ্ঠ সূত্র থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না এলেও বলিউড মহলে জোর গুঞ্জন—সেটা পারিবারিক পরিকল্পনা, বিনিয়োগ ব্যবস্থাপনা কিংবা শুধুই আবাসন রদবদল, যেটাই হোক না কেন, বিষয়টি সালমানের দীর্ঘদিনের ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে।
এই ফ্ল্যাটটি ছিল তার বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর খুব কাছেই, মাত্র ২.২ কিলোমিটার দূরত্বে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই এখনো সালমান পরিবারের সঙ্গে বসবাস করছেন। ১৯৮০ সাল থেকে এই ভবনেই সালমানের বেড়ে ওঠা, তারকাখ্যাতির শুরু, এমনকি ব্যক্তিজীবনের অনেক আলো-অন্ধকার অধ্যায়ের সাক্ষী এই ভবন।
পশ্চিম বান্দ্রা, যেখানে এই বিক্রিত ফ্ল্যাটটি অবস্থিত, তা শুধু মুম্বাই নয়, পুরো ভারতের অন্যতম ব্যয়বহুল ও তারকাখচিত আবাসিক এলাকা। এখানে শাহরুখ খান, আমির খান, কারিনা কাপুর, আলিয়া ভাট, রেখা— কার নেই বসবাস! এই অভিজাত ঠিকানার ফ্ল্যাট ছেড়ে দেওয়াটা যেন বলিউডের এক চুপিচুপি পরিবর্তনের বার্তাও বয়ে আনছে।
সালমান খানের সাম্প্রতিক সিনেমা ‘সিকান্দার’, যেটি নির্মাণ করেছেন দক্ষিণের খ্যাতনামা পরিচালক এ আর মুরুগাদোস এবং যেখানে তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা, তা বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। চলচ্চিত্রের সাফল্য আর ব্যক্তিগত জীবনের এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত কি কোনোভাবে সম্পর্কযুক্ত? সময়ই হয়তো উত্তর দেবে।