Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোলানের ‘দ্য ওডিসি’— মুক্তির এক বছর আগেই হলিউডে ইতিহাস গড়া টিকিট বিক্রি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১৬:০০

একটা সিনেমা কেমন হলে, তা মুক্তির এক বছর আগেই মানুষ টিকিট কাটতে চায়?

এই প্রশ্নের উত্তর খুঁজলে একটাই নাম উঠে আসে— ক্রিস্টোফার নোলান। ‘ওপেনহাইমার’ দিয়ে বিশ্বজুড়ে দর্শকদের চমকে দেওয়া এই নির্মাতা এবার ফিরছেন আরও বড় চমক নিয়ে। তিনি নির্মাণ করছেন হোমারের গ্রিক মহাকাব্য অবলম্বনে ‘দ্য ওডিসি’, যার মুক্তির তারিখ ২০২৬ সালের ১৭ জুলাই। অথচ সেই ছবি ঘিরে উন্মাদনা শুরু হয়ে গেছে এখনই— ২০২৫ সালের ১৭ জুলাই থেকেই শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি! হলিউডের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা।

টিকিট বিক্রির পেছনে রহস্য কী?

এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত শুধু কৌতূহলের জন্মই দেয়নি, বরং সিনেমা-প্রেমীদের মাঝে তৈরি করেছে অগ্রিম উদ্দীপনা। তবে একটা শর্ত রয়েছে— আগাম টিকিট শুধু সেই হলগুলোতেই কেনা যাবে, যেগুলোতে আইম্যাক্স ৭০ এমএম স্ক্রিন রয়েছে। অন্যান্য হলগুলোতে টিকিট পাওয়া যাবে মুক্তির আগের মাসগুলোতে।

বিজ্ঞাপন

নোলান সবসময় প্রযুক্তির সীমা ছাড়িয়ে যেতে চেয়েছেন, আর এই সিনেমাটিও ব্যতিক্রম নয়। ‘দ্য ওডিসি’ হবে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা যেটি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা, যা আগে কখনো হয়নি। ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ কিংবা ‘টেনেট’-এ তিনি আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করলেও এবার পুরোটাই সেই প্রযুক্তির ছোঁয়ায় নির্মিত।

তারকাদের ঝলক: গ্রীক পুরাণের রূপ আজকের রূপালি পর্দায়

ইথাকার রাজা ওডিসিয়াসের চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। তার সঙ্গে থাকছেন হলিউডের তরুণ ও প্রথিতযশা তারকারা— টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন এবং শার্লিজ থেরন। এই শক্তিশালী কাস্টিংই ইঙ্গিত দিচ্ছে, নোলান শুধু একটি মহাকাব্যিক অভিযাত্রা নয়, বরং এক পূর্ণাঙ্গ ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন।

টিজারের ঝলক, অনলাইনে নয়— শুধুই প্রেক্ষাগৃহে

ইতোমধ্যে ইউনিভার্সাল পিকচারস শুরু করে দিয়েছে সিনেমার প্রচারণা। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ কিংবা নতুন ‘সুপারম্যান’ ছবির আগে কিছু আইম্যাক্স হলে প্রদর্শিত হচ্ছে ‘দ্য ওডিসি’-এর এক মিনিটের বিশেষ ঝলক। টিজারটি এখনও অনলাইনে প্রকাশিত হয়নি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কেন এত আগাম বিক্রি?

বিশ্লেষকদের মতে, তিনটি কারণে এই উদ্যোগ
নোলান ব্র্যান্ড ভ্যালু — সিনেমা নির্মাতা হিসেবে তার প্রতি বিশ্বব্যাপী অগাধ আস্থা;
আইম্যাক্স অভিজ্ঞতা — প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য উদাহরণ হতে যাচ্ছে এই ছবি;
সীমিত স্ক্রিনিং অপশন — ৭০ এমএম আইম্যাক্স স্ক্রিন সংখ্যা সীমিত, ফলে প্রথম দর্শক হওয়ার প্রতিযোগিতা এখন থেকেই শুরু।

একটা সিনেমা শুধু গল্প বা অভিনেতা দিয়ে নয়, নির্মাতা ও দর্শকের মধ্যে বিশ্বাসের সেতু দিয়েও তৈরি হয়। ‘দ্য ওডিসি’ সেটারই প্রমাণ। এক বছর আগে টিকিট বিক্রি শুরু হওয়া শুধু মার্কেটিং কৌশল নয়, এটা নোলানের প্রতি দর্শকের এক ধরনের আগাম শ্রদ্ধা।

২০২৬ সালের ১৭ জুলাই কতটা ইতিহাস সৃষ্টি করবে ‘দ্য ওডিসি’, তা সময় বলবে। কিন্তু তার আগে এক বছরজুড়ে চলবে আলোচনা, প্রতীক্ষা আর টিকিট বিক্রির ঝড়।

সারাবাংলা/এফএন/এএসজি

ক্রিস্টোফার নোলান দ্য ওডিসি