Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুঙ্গি পরে সৈকতে ‘ফ্যাশন স্টেটমেন্ট’ গড়লেন কারিনা কাপুর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ জুলাই ২০২৫ ১৬:১৭

বলিউডের ‘বেবো’ মানেই চমক। র‍্যাম্প হোক কিংবা রাস্তাঘাট, প্রতিবারই নিজস্ব স্টাইল দিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন কারিনা কাপুর খান। এবার ছুটি কাটাতে গিয়েও সেই ধারা বজায় রাখলেন তিনি। তবে এ বার ফ্যাশনের সংজ্ঞা যেন একেবারেই ওলটপালট করে দিলেন— লুঙ্গি পরে হাজির হলেন সমুদ্র সৈকতে!

সুদূর গ্রিসের নীল সমুদ্র আর ধবধবে বালুকাবেলায় কারিনার উপস্থিতি যেন ছিল কোনো ফ্যাশন ফটোশ্যুট নয়, বরং সাহসী ও ‘ফ্রি স্পিরিট’-এর এক জীবন্ত উদাহরণ। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, হলুদ বিকিনির সঙ্গে কোমরে জড়ানো চেক প্রিন্টের স্কার্ট, দেখতে ঠিক যেন আমাদের চেনা লুঙ্গি! মাথায় স্ট্র হ্যাট, চোখে রোদচশমা আর খোলা চুলে রোদে ঝলমলে বেবো— যেন সৈকতে নয়, স্টাইলের সিংহাসনে বসে আছেন তিনি।

বিজ্ঞাপন

আর সঙ্গেই কারিনার খুনসুটিপূর্ণ ক্যাপশন- ‘গ্রিসের সমুদ্র সৈকতে লুঙ্গি ডান্স করলাম। দারুণ মজা হল। সবাইকে একবার ট্রাই করে দেখার পরামর্শ দিচ্ছি!’

এই ‘লুঙ্গি ডান্স’ শব্দবন্ধ শুনলেই বলিউডপ্রেমীদের মনে ভেসে ওঠে শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের সেই জনপ্রিয় গান— ‘লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স…’। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির সেই দৃশ্য যেন এবার বাস্তব রূপ পেল কারিনার হাত ধরে, যদিও অনেকটাই নিজস্ব ঢঙে এবং নারীসুলভ স্টেটমেন্টে।

কারিনার এই ফ্যাশন মুহূর্ত ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর থেকেই নানা প্রতিক্রিয়া—
কেউ বলছেন, ‘কারিনা মানেই ট্রেন্ড’, কেউ বলছেন, ‘এটা কি বাস্তবের দেশি গার্ল ভার্সন?’ আবার কেউ কেউ মজার ছলে মন্তব্য করেছেন, ‘শুধু লুঙ্গি পরলেই কি দেশি গার্ল হওয়া যায়?’

তবে আলোচনা যেমনই হোক, একটা জিনিস স্পষ্ট— কারিনা কাপুর শুধু সিনেমার পর্দায় নন, রিয়েল লাইফেও নিজেকে ভাঙতে জানেন, গড়তে জানেন, আর সবসময় থাকেন আলোচনার শীর্ষে। ফ্যাশনকে তিনি কখনোই আটকে রাখেন না নিয়মে, বরং নিজের ছন্দে তাকে নতুন রূপ দেন। এবারের ‘লুঙ্গি লুক’ তারই নিখুঁত প্রমাণ।

অনেকেই মনে করছেন, এ যেন ফিউশন ফ্যাশনের এক নতুন অধ্যায়। পশ্চিমা বিকিনি আর উপমহাদেশীয় লুঙ্গির এই চমৎকার মেলবন্ধন হতেই পারে ট্রেন্ডসেটিং এক কনসেপ্ট। ফ্যাশন দুনিয়ার চোখ এখন তাই বেবোর ‘সৈকত স্টাইলে’।

কারিনার এই সাহসী অথচ মজার রূপদান একদিকে যেমন ফ্যাশনের প্রতি তার খেলোয়াড়সুলভ মনোভাব প্রকাশ করেছে, অন্যদিকে দেশের সংস্কৃতির প্রতি তার আত্মিক টানও যেন উঠে এসেছে সাবলীলভাবে।

এখন শুধু সময়ের অপেক্ষা— কারিনার দেখানো পথে বলিউড কিংবা সাধারণ মানুষ— কে কে লুঙ্গি পরে সৈকতে নামেন ‘ডান্স’ দিতে!

সারাবাংলা/এফএন/এএসজি

কারিনা কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর