Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মীদের কোটি টাকার বাড়ি উপহার দিলেন আলিয়া ভাট

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১৪:৫৪

বলিউড মানেই গ্ল্যামার, বিত্ত আর আলো ঝলমলে লাইফস্টাইলের প্রতিচ্ছবি। কিন্তু এই জগতের মধ্যেও কিছু মানুষ আছেন যারা শুধুই তারকা নন, তারা হয়ে ওঠেন প্রেরণা—মাটির মানুষ। আলিয়া ভাট ঠিক এমন একজন তারকা, যিনি নিজের শেকড় ভোলেননি। নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করার পাশাপাশি তার আশপাশের মানুষদের জীবনেও আলো ছড়াচ্ছেন।

সবশেষে তার এমনই এক মানবিক উদ্যোগ ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এলো তাকে—নিজের গৃহকর্মী ও ড্রাইভারকে দিলেন ৫০ লক্ষ রুপি করে বাড়ি কেনার জন্য অর্থ সহায়তা। অর্থাৎ মোট এক কোটি রুপির উপহার— এ যেন শুধু টাকা নয়, এক জীবনের স্বপ্ন পূরণের সুযোগ।

বাড়ি মানে শুধু চার দেওয়ালের আবরণ নয়— এটি একজন সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা, স্বপ্ন, ভালোবাসার আশ্রয়। সেই বাড়ি উপহার দিয়ে আলিয়া যেন কেবল অর্থনৈতিকভাবে নয়, মানসিক ও সামাজিক নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন তার কর্মচারীদের।

বিজ্ঞাপন

দুইজন কর্মচারী— সুনীল ও অমোল, বহুদিন ধরে আলিয়ার সঙ্গে কাজ করছেন। ২০১৯ সালেও তিনি তাদের আর্থিকভাবে সহযোগিতা করেছিলেন। এবার যেন সেই সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেলেন।

সাধারণত বলিউডে কর্মচারীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা হয়তো নতুন কিছু নয়, কিন্তু কোটি টাকার সম্পত্তি উপহার দেওয়ার দৃষ্টান্ত সত্যিই বিরল।

ভারতে গৃহকর্মীদের অধিকাংশই অর্থনৈতিকভাবে বঞ্চিত, এবং তাদের জন্য নিরাপদ বাসস্থান এক বড় স্বপ্ন। বহু তারকাই হয়তো ফ্ল্যাট, বাড়ি কিংবা গিফট দেন তাদের পরিবারের সদস্যদের, কিন্তু একজন কর্মচারীর প্রতি এমন উদারতা সচরাচর দেখা যায় না।

এই পদক্ষেপ শুধু দান নয়— এটি কর্মচারীদের প্রতি মর্যাদা ও কৃতজ্ঞতার প্রকাশ। একজন মানুষ যদি তার সাফল্যে যাদের অবদান আছে, তাদের সম্মান করতে জানেন— তবেই তিনি সত্যিকারের বড় মানুষ।

মাত্র ১৯ বছর বয়সে করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখেন আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে শুরু হওয়া যাত্রা আজ এসে পৌঁছেছে এক বিশাল সাম্রাজ্যে।

বর্তমানে তার সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি, যা স্বামী রণবীর কাপুর ও ননদ কারিনা কাপুরকেও পেছনে ফেলেছে। অথচ এই সাফল্যের মাঝেও আলিয়া দেখিয়ে দিয়েছেন—আত্মমর্যাদা আর হৃদয়ের প্রশস্ততাই আসল সম্পদ।

আজকের আলিয়া কেবল অভিনেত্রী নন—তিনি একজন সফল উদ্যোক্তা। নিজের প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন’-এর মাধ্যমে নতুন পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটরদের প্ল্যাটফর্ম দিয়েছেন। রিলায়েন্স গ্রুপের সঙ্গে যৌথভাবে পরিচালিত শিশুদের পোশাক ব্র্যান্ড ‘এড-আ-মামা’ ইতিমধ্যে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

এছাড়া রয়েছে একাধিক রিয়েল এস্টেট বিনিয়োগ— যার মধ্যে রয়েছে তার মা সোনি রাজদান ও দিদি শাহিন ভাটকে উপহার দেওয়া বিলাসবহুল ফ্ল্যাট, এবং রণবীর কাপুরের সঙ্গে যৌথভাবে নির্মিত প্রায় ২০০ কোটি রুপির ‘কাপুর ম্যানশন’।

এই সাফল্যের মাঝে যে তিনি কর্মচারীদের জন্যও একইরকম উদার— এটি আলিয়াকে আলাদা করে তোলে।

সারাবাংলা/এফএন/এএসজি

আলিয়া ভাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর