একটি সেলফি— সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল দুই মুখ। পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সেই মুহূর্তটি এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু। পুরীর সৈকতে একটি ছবির শুটিংয়ের ফাঁকে তোলা সেই সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন— তারা কি কেবল বন্ধু, না কি বন্ধুত্ব থেকে জন্ম নিচ্ছে নতুন এক সম্পর্ক?
গ্ল্যামার ও গসিপের জগতে এক ছবিই অনেক কিছু বলে দিতে পারে, বিশেষত যখন ছবির দুই ব্যক্তি টলিউডের আলোচিত মুখ। সৃজিত মুখার্জি, যিনি একাধারে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক এবং কথাবার্তায় স্পষ্টবাদী, তার ব্যক্তিগত জীবন বরাবরই সংবাদমাধ্যমের আগ্রহের কেন্দ্রে। আর সুস্মিতা চট্টোপাধ্যায়, নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রী, যিনি সাম্প্রতিক সময়ে বেশ কিছু প্রশংসিত কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন।
পুরীতে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর শুটিং চলাকালে এই সেলফিটি তোলা হয়। ছবির ক্যাপশনে সুস্মিতা লিখেছিলেন, ‘স্যার আঁখো পর’—একটি হালকা রসিকতা যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। ছবি প্রকাশের পরেই নেটিজেনদের নানা ধরনের মন্তব্য, জল্পনা-কল্পনা শুরু হয়। কেউ বলছেন ‘নতুন জুটি আসছে!’, কেউবা বলছেন ‘নাহ, এটা নিছক বন্ধুত্ব’।

একটি সেলফি— সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল দুই মুখ। পরিচালক সৃজিত মুখার্জি এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সেই মুহূর্তটি এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু
সম্প্রতি ‘ডিয়ার মা’ ছবির প্রিমিয়ারে দেখা যায় সৃজিত, সুস্মিতা এবং অভিনেত্রী জয়া আহসানকে। এই প্রিমিয়ারে তাদের একসঙ্গে দেখে গুঞ্জনের আগুনে যেন আরও ঘি পড়ে। সাংবাদিকদের প্রশ্নে সুস্মিতা হাসিমুখে বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু। বলা যায় ক্লোজ ফ্রেন্ড। এর বাইরে যা বলা হচ্ছে, তা নিয়ে আমার কিছু বলার নেই।’
সৃজিত অবশ্য তার চিরাচরিত ঠাট্টার ছলে উত্তর দেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটি সেলফিকে কেন্দ্র করে এতকিছু হবে তা ভাবিনি। আমরা পুরোনো দিনের ছবি বানালেও, বর্তমান যুগে দাঁড়িয়ে আছি। তাই রিল্যাক্স করুন, একটা ছবি নিয়ে এত আলোড়ন করার কিছু নেই।’
তবে দুজনেই সম্পর্কের গুঞ্জন সরাসরি অস্বীকার করলেও, ‘ঘনিষ্ঠ বন্ধু’ পরিচয়টিকে উড়িয়ে দেননি। এখানেই থেকেই যায় সম্ভাবনার খোলা জানালা।
তারকাদের জীবনে বন্ধুত্ব ও ভালোবাসার সীমারেখা প্রায়শই অস্পষ্ট হয়ে যায়। একসাথে কাজ করা, দীর্ঘ সময় কাটানো, একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা—এসব থেকে কখনও বন্ধুত্ব গড়ে ওঠে, কখনও বা সম্পর্ক।
টলিউডেও এমন বহু উদাহরণ আছে, যেখানে বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে। আবার এমনও দেখা গেছে, ‘প্রেমের গুঞ্জন’ শুধু গুঞ্জনই থেকে গেছে। সৃজিত ও সুস্মিতার সম্পর্ক এখন কোন দিকে যাবে, তা সময়ই বলবে।

পরিচালক সৃজিত মুখার্জি
‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটি ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত, যেখানে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলি, ব্রাত্য বসু প্রমুখ। ছবির শুটিংয়ের সময়কার বিভিন্ন দৃশ্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দর্শকদের আগ্রহ যেমন ছবির বিষয়বস্তু নিয়ে, তেমনি প্রোডাকশনের পর্দার পেছনের সম্পর্ক নিয়েও।
পুরীর সৈকতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর দৃশ্য ধারণ করতে গিয়ে দুই সহকর্মীর মধ্যে যে আন্তরিকতা গড়ে উঠেছে, তা হয়তো বাস্তব জীবনের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত হতে পারে।
তবে টলিপাড়া অপেক্ষা করছে—এই ‘বন্ধুত্ব’ কি রূপ নেবে ভালোবাসায়, নাকি গুঞ্জনই থেকে যাবে তাদের সম্পর্কের একমাত্র সংজ্ঞা? সময়ই দিবে উত্তর।