চকচকে রূপ, নিখুঁত স্কিন টোন আর ভারি মেকআপের বাইরেও এক ভিন্ন আলোয় আজ নিজেকে উপস্থাপন করছেন বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। কোনো কৃত্রিম সাজ নয়, নেই কোনো ফিল্টার কিংবা চূড়ান্ত প্রস্তুতি—তারা এসেছেন একদম নিজস্বতায়, ‘নো মেকআপ লুক’ এ।
সামাজিক মাধ্যমে এই সাহসী আত্মপ্রকাশ ঘিরেই এখন আলোচনা তুঙ্গে। বাঁধন, ভাবনা, শাওন, রুনা খান—তালিকায় যোগ হচ্ছেন আরও অনেকে। নতুন এক ট্রেন্ড নয়, বরং এক নতুন বয়ান—যেখানে তারকারা বলছেন, ‘আমরা যেমন, তেমনই আমরা।’
বাঁধন: নিজের মতো করে বাঁচার শক্তি
‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত আজমেরি হক বাঁধন যেন শুরুটা করলেন এই আন্দোলনের। নো মেকআপ লুকে একটি ছবি পোস্ট করে লিখলেন,
‘আমাকে ভাঙতে চাইলে, আরও শক্ত হয়ে যাই… জীবনে সবচেয়ে বড় অর্জন — নিজের মতো করে বাঁচার এবং সৎভাবে নিজের কথা বলার ক্ষমতা।’
এই বক্তব্যে যে আত্মবিশ্বাস, তা শুধুই ব্যক্তি বাঁধনের নয়, বরং এক প্রজন্মের আত্মচেতনার প্রতিধ্বনি।

আজমেরি হক বাঁধন
ভাবনা: ‘মেকআপ নেই, ফিল্টারও না’
আশনা হক ভাবনা বরাবরই নিজের ভাবমূর্তি নিয়ে সচেতন। তবে এবার তিনি সামনে এলেন সম্পূর্ণ খোলামেলা রূপে। ছবির ক্যাপশনেই স্পষ্ট করলেন—
‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’
ভাবনার এই সরল অথচ সাহসী উপস্থাপন রীতিমতো প্রশংসার ঝড় তুলেছে ভক্তদের মধ্যে।

আশনা হক ভাবনা
শাওন: ‘রিয়েল মি’তে অনন্য এক কাব্য
মেহের আফরোজ শাওন বরাবরই পরিচিত ছিলেন মার্জিত ও শিল্পিত রুচির জন্য। তবে এবার তার নো মেকআপ লুকের ছবি যেন এক অন্যরকম কাব্য। উশকো চুল, চোখের নিচে ক্লান্তির ছাপ—সব মিলিয়ে এক বাস্তব রূপ।
ছবির ক্যাপশনে স্পষ্ট উচ্চারণ—
‘যেরকম সত্যিকারের আমি।’
সঙ্গে হ্যাশট্যাগ— #RealMe #NoMakeup #NoFilter
যেন রূপ নয়, বাস্তবতাই এখানে আলোকিত হয়ে উঠেছে।

মেহের আফরোজ শাওন
প্রভা: আমরা এক সময় সত্যিই সুন্দর ছিলাম
অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। ফেসবুকে নিজের একটি মেকআপহীন ছবি পোস্ট করে তিনি যে কথাগুলো লিখেছেন, তা যেন শুধু তার নয়—সমস্ত পরিশ্রমী নারীদের পক্ষ থেকেই বলা এক গর্বিত উচ্চারণ।
তিনি লিখেছেন, “আমরা এক সময় সত্যিই সুন্দর ছিলাম। প্রকৃত অর্থেই। তাই আমাদের ওপর মানুষের ‘ক্রাশ’ পড়ত। যখন আমরা প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, তখন ঠিকঠাক মেকআপের ব্যবস্থাও ছিল না, আর ফিল্টার তো ছিলই না। তবুও আমাদের ত্বক ছিল ভালো। ফিল্টার ছাড়া, দামী মেকআপ ছাড়া। মানসিক চাপ, ঘুমের অভাব, আবেগের ওঠানামা, বিশ্রামের সময় নেই— সব মিলিয়ে আমাদের ত্বক বদলেছে। এখন আর নিখুঁত নয়। কিন্তু… এখনো টিকে আছে।

সাদিয়া জাহান প্রভা
রুনা খান: নিঃশব্দে এক বিপ্লব
রুনা খান এই ধারার অন্যতম নীরব পথিকৃৎ। প্রায়ই তাকে দেখা যায় নো মেকআপ লুকে ছবি শেয়ার করতে। যদিও তেমন হৈচৈ তুলেন না তিনি, কিন্তু তার প্রতিটি ছবি যেন এক নিঃশব্দ বিপ্লব।
ট্রেন্ড নয়, আত্মপ্রকাশ
আজকের এই নো মেকআপ মুভমেন্টকে কেউ কেউ ট্রেন্ড হিসেবে দেখলেও, এটা অনেক বেশি কিছু। এটি এক ধরনের আত্মপ্রকাশ, এক ধরনের সামাজিক বার্তা—যেখানে সৌন্দর্যের সংজ্ঞা নির্ধারিত হচ্ছে নিজের আয়নায়, বাইরের নয়।
মেকআপ বা সাজগোজের প্রয়োজনীয়তা অস্বীকার নয়, বরং তার বাইরেও যে এক নারীর শক্তি, সত্যতা এবং স্বাভাবিকতা রয়েছে, সেটিই আজকের সাহসী নারীরা দেখিয়ে দিচ্ছেন।
এই সাহসিকতা শুধু তারকাদের নয়, বরং হাজারো নারীর নিজেকে ভালোবাসার প্রেরণা। এ যেন রূপ নয়, আত্মার প্রকাশ।