বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি ফিরছেন সম্পূর্ণ ভিন্ন এক অবতারে— ‘কিং’ সিনেমায়! ২০২৩ সালে পাঠান এবং জওয়ান-এর অভাবনীয় সাফল্যের পর দর্শকের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর সেই প্রত্যাশা পূরণ করতেই যেন তৈরি হচ্ছে ‘কিং’।
এই অ্যাকশন থ্রিলারটির পরিচালনা করছেন ‘ওয়ার’ এবং ‘পাঠান’-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। প্রযোজক হিসাবে আছেন শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন হাউজ ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’ এবং ‘মারফি’ নামের নতুন প্রোডাকশন হাউজের সঙ্গে যৌথভাবে।
‘কিং’ সিনেমায় শাহরুখ খানকে দেখা যাবে এক ডার্ক, ইনটেন্স এবং অ্যাকশন-প্যাকড চরিত্রে, যেখানে তিনি একজন রহস্যময় ও প্রতিশোধপরায়ণ মানুষ হিসেবে ধরা দেবেন। এই সিনেমার মাধ্যমে অনেকদিন পর তিনি তার মেয়ে সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন, যেটা তাদের ভক্তদের জন্য বাড়তি চমক।
সিনেমাটিতে সুহানা খান শাহরুখের মেয়ের চরিত্রে অভিনয় করছেন, তবে গুঞ্জন আছে— চরিত্রটি হতে পারে দ্ব্যর্থবোধক। গল্পে বাবা-মেয়ের সম্পর্কের পাশাপাশি থাকবে দুর্ধর্ষ প্রতিশোধ ও থ্রিলার মোড়।
সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো শ্যুট করা হচ্ছে আন্তর্জাতিক মানের কোরিওগ্রাফিতে। ইতিমধ্যেই শাহরুখ খান গুরুতরভাবে আহত হয়েছেন একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিংয়ে, যা প্রমাণ করে তিনি চরিত্রে কী পরিমাণ ডেডিকেশন দিয়ে কাজ করছেন।
‘কিং’ সিনেমার শ্যুটিং হচ্ছে মুম্বাই, দুবাই ও ইউরোপের বিভিন্ন লোকেশনে। ব্যাকগ্রাউন্ড স্কোর ও গান পরিচালনা করছেন বিশাল-শেখর, যা গল্পের গা ছমছমে পরিবেশে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকে।
সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৫ সালের মাঝামাঝিতে যদিও সিনেমার শুটিং করতে গিয়ে শাহরুখ খান কিছুটা চট পেয়ে বর্তমানে অসুস্থ আছেন। তবে এই খবরটি পুরোপুরি ভুয়া বলে দাবি করেছে এনডি টিভি ও বলিউড হাঙ্গামার একাধিক সূত্র।
‘কিং’ শুধু আরেকটি শাহরুখ খান সিনেমা নয়—এটা হতে চলেছে তার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী ও সাহসী প্রজেক্ট। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে এক অন্যরকম বাদশার জন্য।