উত্তরার মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় গোটা দেশ শোকে স্তব্ধ। এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ২০ জন, আহত শতাধিক। ভয়াবহ এই ট্র্যাজেডিতে অধিকাংশই ছিলেন স্কুলের কোমলমতি শিক্ষার্থী। আগুনে পুড়ে যাওয়া ভবনের ভেতর থেকে বেরিয়ে আসা আর্তনাদ ও কান্না ছুঁয়ে গেছে দেশের প্রতিটি মানুষের হৃদয়, ছুঁয়ে গেছে সংস্কৃতি অঙ্গনের তারকাদের মনেও।
এই হৃদয়বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিনেতা আরশ খান। সোমবার রাতেই ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি বলেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলেই কেবল শিশুদের আর্তনাদ কানে বাজে। তাই আগামী ৭ দিনের জন্য আমার অভিনীত বা প্রযোজিত সব নাটক রিলিজ থেকে বিরত রাখার অনুরোধ করছি।’
এর আগে উত্তরার একটি হাসপাতাল থেকে ফেসবুক লাইভে আসেন আরশ খান। লাইভে তিনি রক্তদানের আহ্বান জানিয়ে বলেন, “পজিটিভ গ্রুপের রক্ত অনেক পাওয়া গেছে, কিন্তু নেগেটিভ ব্লাড গ্রুপ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যারা ‘ও নেগেটিভ’, ‘বি নেগেটিভ’— তারা এগিয়ে আসুন। উত্তরা মনসুর আলী, বাংলাদেশ মেডিকেল ও ঢাকা মেডিকেলে রক্ত সংগ্রহ করা হচ্ছে।”
শুধু আরশ খান নন, অভিনেতা রাশেদ সীমান্ত-কেও দেখা গেছে উত্তরার মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে লাইভ করতে। তিনি বলেন, ‘আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে ভিড় করবেন না। এটি কোনো দেখার বিষয় না। এখানে একজন মানুষ বাড়তি এলে হয়তো একটা শিশুর চিকিৎসায় দেরি হয়ে যাবে। অনুরোধ করছি—সচেতন হন।’
রাশেদ সীমান্ত রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা দয়া করে হাসপাতাল এলাকায় দলবল নিয়ে আসবেন না। এখানে শো-অফ করবেন না, সেলফি তুলবেন না। এসব আচরণ এখন অপরাধের সমান। এটা মৃত্যু নিয়ে রাজনীতি নয়—এটা মানবিকতা দেখানোর সময়।’